Ajker Patrika

মোটরসাইকেল চলাচল নীতিমালা সংশোধন ও বাইকার বান্ধব করার দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি
মোটরসাইকেল চলাচল নীতিমালা সংশোধন ও বাইকার বান্ধব করার দাবিতে মানববন্ধন

মোটরসাইকেল চলাচল নীতিমালা ২০২৪ সংশোধন ও বাইকার বান্ধব নীতিমালা প্রণয়নসহ ৯ দফা দাবিতে নোয়াখালীতে মানববন্ধন করেছে বাইকাররা। পরে তাঁদের দাবিগুলো নিয়ে জেলা প্রশাসককে স্মারক লিপি দেন। 

আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তাঁরা। 

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, মোটরসাইকেল চলাচল নীতিমালা ২০২৪ এ আইন করা হয়েছে হাইওয়েতে মোটরসাইকেলের গতিবিধি ঘণ্টায় ৫০ কিলোমিটার ও শহরে ৩০ কিলোমিটার। কিন্তু আমরা যদি এ গতিবিধি মেনে প্রধান সড়কে মোটরসাইকেল চালায় তাহলে অন্যান্য গাড়ির গতির কারণে আমরা দুর্ঘটনার শিকার হতে পারি। 

বাইকাররা জানান, অন্যান্য বৈধ যানের মতো মোটরসাইকেলে আমরা ট্যাক্স দিয়ে চালাই, তাহলে আমাদের সঙ্গে বৈষম্য কেন। রাজপথে সমাধিকার প্রতিষ্ঠা করা। দেশের উন্নয়নের অগ্রযাত্রায় মোটরসাইকেলের গতিরোধ না করা। ৩০ শহরে ও হাইওয়েতে ৫০ কিলোমিটার গতি বেধে দেওয়ায় বাইকারদের জীবন ঝুঁকি সৃষ্টি হয়েছে। একই সড়কে আলাদা গতির বাহন, মারাত্মক ঝুঁকি ও বিপদের কারণ হবে। একই লেনে আলাদা আলাদা গতি, দেশ ও অর্থনীতির জন্য ক্ষতি। অবৈজ্ঞানিক নিয়ম নীতি বাইকারদের ওপর চাপানো হচ্ছে। 

তাঁরা দাবি তোলেন, প্রয়োজনে বাইকাররা ট্রাফিক রুলস ভঙ্গ করলে তাদের জরিমানার ব্যবস্থা করা হোক। হেলমেট ছাড়া তেল যেন কেউ না নিতে পারে এই আইন বাস্তবায়ন করা হোক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত