Ajker Patrika

সবজিখেত থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১৯ জুন ২০২২, ১৬: ২৭
সবজিখেত থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় সবজিখেত থেকে জান্নাতুল ফেরদৌস পাখি (৩২) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন সোনাইমুড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মো. সুলতান আহছান উদ্দিন।

মৃত জান্নাতুল ফেরদৌস পাখি উপজেলার দেওটি ইউনিয়নের পিতাম্বরপুর গ্রামের মহিন উদ্দিনের মেয়ে। তিনি স্বামী পরিত্যক্তা ছিলেন।

মৃতের ভাই কাউছার বলেন, ‘আমার বোন স্বামী পরিত্যক্তা ছিলেন। তিনি বাবার বাড়িতে থাকতেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে পাখি নামে আমার অপর বোনের বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর তাঁর আর কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছিল না। পরে আজ সকালে উপজেলার দেওটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পিতাম্বপুর গ্রামের মিনা হাজিবাড়ি-সংলগ্ন সবজিখেতে তাঁর গলাকাটা মরদেহ দেখতে পাই।

এ বিষয়ে ওসি কাজী সুলতান আহছান উদ্দিন বলেন, এখন পর্যন্ত হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবার বিশেষ কোনো তথ্য দিতে পারেনি। তবে ওই নারী তালাকপ্রাপ্ত হওয়ায় কারও সঙ্গে যোগাযোগ থাকতে পারে বলে ধারণা করছে তাঁর পরিবার।

ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে চেষ্টা চালাচ্ছে পুলিশ। পরে লিখিত অভিযোগের ভিত্তিতে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত