কক্সবাজার প্রতিনিধি
মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির হাতে বিভিন্ন সময়ে আটক ২৬ জেলেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফেরত এনেছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজারের টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়াসংলগ্ন ট্রানজিট জেটিঘাট দিয়ে তাঁদের ফেরত আনা হয়।
সাগরে মাছ ধরতে নেমে নাফ নদী ও মোহনা থেকে এসব জেলেকে বিভিন্ন সময় ধরে নিয়ে যায় আরাকান আর্মি।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবির দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক জেলেদের ফেরত আনতে বিজিবি আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের পর তৎপরতা শুরু করে।
পরে দীর্ঘ প্রচেষ্টার পর শনিবার বিকেলে ২৬ জেলেকে ফেরত দেয় আরাকান আর্মি। পরে নাফ নদী হয়ে জেলেদের নিয়ে আসে বিজিবি।
বিজিবির অধিনায়ক লে কর্নেল আশিকুর রহমান জানান, ফেরত আনা জেলেদের নানা তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরে এসব জেলেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ফেরত আসা জেলেদের মধ্যে কয়েকজন বিভিন্ন ক্যাম্পের রোহিঙ্গাও রয়েছে।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, বিজিবির প্রচেষ্টায় আটক ২৬ জেলেকে ফেরত আনা সম্ভব হয়েছে। বাকি জেলেদেরও ফেরত আনার চেষ্টা অব্যাহত রয়েছে।
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি আরাকান আর্মি হাতে আটক ২৯ জেলেকে ফেরত এনেছিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁদের মধ্যে ১৫ বাংলাদেশি এবং ১৪ জন রোহিঙ্গা জেলে ছিল।
মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির হাতে বিভিন্ন সময়ে আটক ২৬ জেলেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফেরত এনেছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজারের টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়াসংলগ্ন ট্রানজিট জেটিঘাট দিয়ে তাঁদের ফেরত আনা হয়।
সাগরে মাছ ধরতে নেমে নাফ নদী ও মোহনা থেকে এসব জেলেকে বিভিন্ন সময় ধরে নিয়ে যায় আরাকান আর্মি।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবির দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক জেলেদের ফেরত আনতে বিজিবি আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের পর তৎপরতা শুরু করে।
পরে দীর্ঘ প্রচেষ্টার পর শনিবার বিকেলে ২৬ জেলেকে ফেরত দেয় আরাকান আর্মি। পরে নাফ নদী হয়ে জেলেদের নিয়ে আসে বিজিবি।
বিজিবির অধিনায়ক লে কর্নেল আশিকুর রহমান জানান, ফেরত আনা জেলেদের নানা তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরে এসব জেলেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ফেরত আসা জেলেদের মধ্যে কয়েকজন বিভিন্ন ক্যাম্পের রোহিঙ্গাও রয়েছে।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, বিজিবির প্রচেষ্টায় আটক ২৬ জেলেকে ফেরত আনা সম্ভব হয়েছে। বাকি জেলেদেরও ফেরত আনার চেষ্টা অব্যাহত রয়েছে।
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি আরাকান আর্মি হাতে আটক ২৯ জেলেকে ফেরত এনেছিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁদের মধ্যে ১৫ বাংলাদেশি এবং ১৪ জন রোহিঙ্গা জেলে ছিল।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে দুর্বৃত্তদের হামলায় চার বনরক্ষী আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। সুন্দরবন থেকে শুঁটকি পাচার করে নিয়ে যাওয়ার সময় বনরক্ষীরা আটকাতে গেলে গতকাল রোববার ভোররাতে দুর্বৃত্তরা হরিণটানা এলাকায় এই হামলা করে।
৯ মিনিট আগেভর্তির ক্ষেত্রে লটারি প্রথা বাতিলসহ চার দফা দাবিতে আন্দোলনে নেমেছে রংপুর জিলা স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা ১১টার দিকে দাবিগুলো আদায়ে মানববন্ধন করে শিক্ষার্থীরা।
১১ মিনিট আগেরাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অভ্যন্তরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় বদলে গেছে বহু পরিবারের জীবনচিত্র। এই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ জন শিক্ষার্থী, এবং শতাধিক দগ্ধ ও আহত হয়েছেন। আহতদের অধিকাংশই বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক
১৪ মিনিট আগেরাজধানীর উত্তরায় বিমানবাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে (সিএমএইচ) মারা গেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।
২৪ মিনিট আগে