Ajker Patrika

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত ১

লক্ষ্মীপুর প্রতিনিধি
দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান। ছবি: আজকের পত্রিকা
দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং একজন আহত হয়েছেন। লক্ষ্মীপুর-রামগতি সড়কের পিয়ারাপুর এলাকায় ব্যাটারিচালিত ভ্যানে কাভার্ড ভ্যানের ধাক্কায় নজরুল ইসলাম (৫০) এবং লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে ট্রাকের চাপায় অজ্ঞাত এক পথচারী (৪০) নিহত হয়েছেন। আজ রোববার সকালে এসব দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সকালে ভ্যানচালক নজরুল ইসলাম তাঁর ব্যাটারিচালিত ভ্যান নিয়ে ভবানীগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। তখন আরও একজন গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

অন্যদিকে একই সময়ে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে ট্রাকচাপায় অজ্ঞাত এক পথচারী নিহত হন। রাস্তা পারাপারের সময় ট্রাকের নিচে চাপা পড়েন তিনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। দুটি ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্বে ১৮৬ দেশের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ মাত্র একটি: গবেষণা

ঝোপ বুঝে কোপ মারা বাংলাদেশে আর হবে না: রাষ্ট্রদূত আনসারী

একচেটিয়া ভাতা লেনদেনের সুবিধা হারাচ্ছে ‘নগদ’

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগের নাটক সাজানো হয়: গয়েশ্বর চন্দ্র রায়

আপনার ছেলেমানুষি মানায় না: প্রধান উপদেষ্টার উদ্দেশে দুদু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত