মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
হালদা দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র। এখানে প্রজনন মৌসুমে রুই, কাতল, মৃগেল, কালিবাউশসহ মিঠাপানির সব মাছ ডিম দেয়। হালদার রেণুর কদর সারা দেশে। হালদার পোনা মাছচাষির কাছে অমূল্য সম্পদ। তবে অবৈধ বালু উত্তোলনসহ মানবসৃষ্ট নানা কারণে ৮৭ প্রজাতির মাছের অভয়ারণ্য হালদা আজ সংকটে। বলা চলে হালদা এখন ‘আইসিইউ’তে।
স্থানীয় সূত্র বলছে, হালদার উজানে খাগড়াছড়ির মানিকছড়িতে চলছে অপরিকল্পিত বালু উত্তোলন। এতে এর জীববৈচিত্র্য এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। পার্বত্য অংশে হালদার প্রস্থ গড়ে ২০-৩০ ফুট হলেও অবৈধভাবে বালু তোলার কারণে কোথাও কোথাও এখন ৪০০-৫০০ ফুট। অবাধে নদীর গভীর থেকে বালু তোলার ফলে পাড়ের মাটি ভেঙে বিশাল জায়গাজুড়ে ধূসর মরুভূমিতে পরিণত হয়েছে হালদারচর। খোঁজ নিয়ে জানা গেছে, বৈধ ৩টি পয়েন্টসহ অর্ধশতাধিক পয়েন্টে বালু উত্তোলন চলছে অবাধে।
হালদার উৎপত্তি খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নে হাসুকপাড়ার হালদা ছড়া। পরে মানিকছড়ি উপজেলা হয়ে চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান উপজেলা হয়ে কালুরঘাটের কর্ণফুলীর নদীর মোহনায় সংযুক্ত।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক পটপরিবর্তন হলে বালু উত্তোলনকারীও বদল হয়। তবে থামেনি দুর্বৃত্তায়ন ও মানবসৃষ্ট দানব আচরণ। উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযানেও এদের দমানো যাচ্ছে না।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, গত ৪ মাসে পাঁচটি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় একজনকে কারাদণ্ড, দুটি মামলা, লক্ষাধিক টাকা জরিমানাসহ ১ লাখ ৩০ হাজার ৬৬০ ঘনফুট বালু জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূঁইয়া বলেন, ‘উপজেলায় তিনটি বৈধ বালু উত্তোলন পয়েন্ট রয়েছে। এর বাইরে অবৈধভাবে বালু উত্তোলনের আইনগত সুযোগ নেই। অবৈধ বালু উত্তোলনের খবর পেলে আমরা অভিযান পরিচালনা করি। অপরাধীদের (ভ্রাম্যমাণ আদালত) আইনের আওতায় আনাসহ মালিকবিহীন বালু জব্দ করে তা নিলামে তুলি।’
গত সোমবার বিকেলে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলার দশবিল, গোরখানা, আছাদতলীসহ নদীর শাখা, উপশাখাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি মূল হালদাসহ শাখা, উপশাখার চরে কৃষিজমিতে অবাধে তামাক চাষ ও অপরিকল্পিত বালি উত্তোলন দেখে বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, ‘হালদা নদী দেশের প্রাণ। পৃথিবীর একমাত্র জোয়ার-ভাটার নদী এবং দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অপরিকল্পিত বালি উত্তোলনের ফলে হালদার চিরচেনা রূপ বদলে গেছে। ড্রেজার মেশিনে বালু তোলার ফলে নদীর উজান গভীর হয়ে মরুভূমির রূপ নিয়েছে। মূল হালদার পাড় অবাধে ভেঙে চুরমার হয়ে নাম-নিশানাও মুছে গেছে! এভাবে হালদাকে ঘিরে মানবসৃষ্ট দানব আচরণ চলতে থাকলে নতুন ও আগামী প্রজন্ম হালদার উৎপত্তি ভুলে যাবে এবং দেশে চরম আকারে মৎস্য উৎপাদন ব্যাহত হবে।’
মিজানুর রহমান আরও বলেন, ‘যদিও ইতিমধ্যে সরকার হালদাকে জাতীয় ঐতিহ্য ঘোষণা করে গেজেট প্রকাশের পাশাপাশি হালদার অববাহিকায় তামাকচাষ নিষিদ্ধ করতে আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। কিন্তু অপরিকল্পিত বালু উত্তোলনে হালদার ভয়াবহতার চিত্র ঊর্ধ্বতন মহলের অজানা। তাই অচিরেই বালু উত্তোলনে হালদার চিরচেনা রূপ ধ্বংসের বিষয়টি তুলে ধরে তা পরিকল্পিতভাবে করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আমি বিষয়টি সরকারের উচ্চ মহলে অবহিত করব।’
হালদা দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র। এখানে প্রজনন মৌসুমে রুই, কাতল, মৃগেল, কালিবাউশসহ মিঠাপানির সব মাছ ডিম দেয়। হালদার রেণুর কদর সারা দেশে। হালদার পোনা মাছচাষির কাছে অমূল্য সম্পদ। তবে অবৈধ বালু উত্তোলনসহ মানবসৃষ্ট নানা কারণে ৮৭ প্রজাতির মাছের অভয়ারণ্য হালদা আজ সংকটে। বলা চলে হালদা এখন ‘আইসিইউ’তে।
স্থানীয় সূত্র বলছে, হালদার উজানে খাগড়াছড়ির মানিকছড়িতে চলছে অপরিকল্পিত বালু উত্তোলন। এতে এর জীববৈচিত্র্য এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। পার্বত্য অংশে হালদার প্রস্থ গড়ে ২০-৩০ ফুট হলেও অবৈধভাবে বালু তোলার কারণে কোথাও কোথাও এখন ৪০০-৫০০ ফুট। অবাধে নদীর গভীর থেকে বালু তোলার ফলে পাড়ের মাটি ভেঙে বিশাল জায়গাজুড়ে ধূসর মরুভূমিতে পরিণত হয়েছে হালদারচর। খোঁজ নিয়ে জানা গেছে, বৈধ ৩টি পয়েন্টসহ অর্ধশতাধিক পয়েন্টে বালু উত্তোলন চলছে অবাধে।
হালদার উৎপত্তি খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নে হাসুকপাড়ার হালদা ছড়া। পরে মানিকছড়ি উপজেলা হয়ে চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান উপজেলা হয়ে কালুরঘাটের কর্ণফুলীর নদীর মোহনায় সংযুক্ত।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক পটপরিবর্তন হলে বালু উত্তোলনকারীও বদল হয়। তবে থামেনি দুর্বৃত্তায়ন ও মানবসৃষ্ট দানব আচরণ। উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযানেও এদের দমানো যাচ্ছে না।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, গত ৪ মাসে পাঁচটি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় একজনকে কারাদণ্ড, দুটি মামলা, লক্ষাধিক টাকা জরিমানাসহ ১ লাখ ৩০ হাজার ৬৬০ ঘনফুট বালু জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূঁইয়া বলেন, ‘উপজেলায় তিনটি বৈধ বালু উত্তোলন পয়েন্ট রয়েছে। এর বাইরে অবৈধভাবে বালু উত্তোলনের আইনগত সুযোগ নেই। অবৈধ বালু উত্তোলনের খবর পেলে আমরা অভিযান পরিচালনা করি। অপরাধীদের (ভ্রাম্যমাণ আদালত) আইনের আওতায় আনাসহ মালিকবিহীন বালু জব্দ করে তা নিলামে তুলি।’
গত সোমবার বিকেলে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলার দশবিল, গোরখানা, আছাদতলীসহ নদীর শাখা, উপশাখাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি মূল হালদাসহ শাখা, উপশাখার চরে কৃষিজমিতে অবাধে তামাক চাষ ও অপরিকল্পিত বালি উত্তোলন দেখে বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, ‘হালদা নদী দেশের প্রাণ। পৃথিবীর একমাত্র জোয়ার-ভাটার নদী এবং দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অপরিকল্পিত বালি উত্তোলনের ফলে হালদার চিরচেনা রূপ বদলে গেছে। ড্রেজার মেশিনে বালু তোলার ফলে নদীর উজান গভীর হয়ে মরুভূমির রূপ নিয়েছে। মূল হালদার পাড় অবাধে ভেঙে চুরমার হয়ে নাম-নিশানাও মুছে গেছে! এভাবে হালদাকে ঘিরে মানবসৃষ্ট দানব আচরণ চলতে থাকলে নতুন ও আগামী প্রজন্ম হালদার উৎপত্তি ভুলে যাবে এবং দেশে চরম আকারে মৎস্য উৎপাদন ব্যাহত হবে।’
মিজানুর রহমান আরও বলেন, ‘যদিও ইতিমধ্যে সরকার হালদাকে জাতীয় ঐতিহ্য ঘোষণা করে গেজেট প্রকাশের পাশাপাশি হালদার অববাহিকায় তামাকচাষ নিষিদ্ধ করতে আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। কিন্তু অপরিকল্পিত বালু উত্তোলনে হালদার ভয়াবহতার চিত্র ঊর্ধ্বতন মহলের অজানা। তাই অচিরেই বালু উত্তোলনে হালদার চিরচেনা রূপ ধ্বংসের বিষয়টি তুলে ধরে তা পরিকল্পিতভাবে করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আমি বিষয়টি সরকারের উচ্চ মহলে অবহিত করব।’
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনামসজিদ স্থলবন্দরে যাওয়ার রাস্তাটিতে খানাখন্দ সৃষ্টি হওয়ায় চরম জনদুর্ভোগ দেখা দিয়েছে। জানা গেছে, কয়েক দিনের টানা বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়কে টানা কয়েকদিনের বৃষ্টিতে খানাখন্দ সৃষ্টি হয়। এতে করে
৪ ঘণ্টা আগেদিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জুলাই অভ্যুত্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শাস্তি পাচ্ছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। গত বছরের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত এসব হামলার তদন্তে গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সুপারিশ করা ১০২ জনের শাস
৫ ঘণ্টা আগেময়মনসিংহে নির্মিত হচ্ছে বহুল প্রত্যাশিত হাই-টেক পার্ক। তবে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের জেরে গত বছরের ৫ আগস্টের পর থমকে যায় প্রকল্পের কাজ। সাত মাস বন্ধ থাকার পর এখন ধীরগতিতে চলছে পার্কটির নির্মাণ। ইতিমধ্যে এক দফা প্রকল্পের মেয়াদ বাড়ানোর পর আরেক দফা বৃদ্ধির আবেদন করা হয়েছে। তবে পুরোদমে কাজ শুরু করা না
৫ ঘণ্টা আগেএকপশলা বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয় বেনাপোল স্থলবন্দরে। টানা বৃষ্টি হলে তো কথাই নেই। পণ্যাগারে পানি ঢুকে নষ্ট হয় শত শত কোটি টাকার আমদানি পণ্য। ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা, ভোগান্তি বাড়ে শ্রমিকদের।
৫ ঘণ্টা আগে