নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
মনোনয়নপত্র বাছাইয়ের আগের দিন স্বতন্ত্র প্রার্থীর সমর্থনকারীকে অপহরণসহ প্রলোভন দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রাম-১৫ আসনে নৌকা প্রতীকে মনোনীত প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীর বিরুদ্ধে। ফলে ওই ব্যক্তি প্রার্থীর সমর্থনে স্বাক্ষর করেননি বলে নির্বাচনের রিটার্নিং কার্যালয়ে সাক্ষ্য দেওয়ায় স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।
আজ সোমবার আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. আ ম ম মিনহাজুর রহমান রিটার্নিং কর্মকর্তাকে এই অভিযোগ দেন।
নিয়মানুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে ১ শতাংশ ভোটারের সমর্থন থাকতে হয়। রিটার্নিং কার্যালয়ে মনোনয়ন জমা দিতে তাঁদের সইসহ কাগজ সংযুক্ত করতে হয়। এরপর রিটার্নিং কার্যালয় থেকে সইগুলো যাচাই-বাছাই করা হয়। ডা. মিনহাজের পক্ষে সই দিয়েছিলেন লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের বাসিন্দা সৈয়দুল আলম। যাঁকে নদভী অপহরণ করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে জানতে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।
তবে চট্টগ্রাম জেলা প্রশাসনের স্টাফ অফিসার প্লাবন কুমার বিশ্বাস বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর সমর্থনকারীকে অপহরণের একটি অভিযোগ আমাদের কাছে এসেছে। আমরা যাচাই-বাছাই করছি।’
এদিকে আজকের পত্রিকাকে একটি ছবি সরবরাহ করেন মিনহাজুর রহমান। যেটি চান্দগাঁও আবাসিক এলাকার নদভীর কার্যালয়ে। সেখানে একজনকে বসিয়ে রাখতে দেখা যায়।
স্বতন্ত্র প্রার্থী ডা. মিনহাজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার দিবাগত রাত ১০টা থেকে প্রতিপক্ষ সংসদ সদস্য পদপ্রার্থী আবু রেজা নেজাম উদ্দিন নদভী নগরের চান্দগাঁও রূপালী আবাসিকের বাসার তৃতীয় তলার অফিস কক্ষের পাশের কম্পিউটার রুমে আমার এক সমর্থককে আটকে রাখেন। যাকে আজ (সোমবার) মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে রিটার্নিং কার্যালয়ে হাজির করা হয়। সেখানে আমার পক্ষে সই দেননি মর্মে সাক্ষ্য দেওয়ার জন্য চাপ দেওয়া হয়।’
তিনি আরও বলেন, ‘অথচ এই সমর্থক ২ ডিসেম্বর লোহাগাড়া উপজেলায় নিজে উপস্থিত হয়ে আমার সমর্থনে সই করেন। ওই সময় স্থানীয় অনেক নেতা-কর্মী ছিলেন।’
স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আরও বলেন, ‘এ বিষয়ে আমি আজ রিটার্নিং কার্যালয়ে লিখিত অভিযোগ জানিয়েছি এবং আমার সমর্থক সৈয়দুল আলমকে উদ্ধারপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন করেছি। কিন্তু রিটার্নিং কর্মকর্তা এরপরও আমার মনোনয়ন বাতিল করেছেন। আমি এই বিষয়ে আপিল করব।’
মিনহাজের সমর্থনকারী লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের বাসিন্দা সৈয়দুল আলমের মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।
এদিকে অভিযোগের বিষয়ে জানতে আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভীর মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে এই বিষয়ে লিখে উত্তর জানতে চাইলেও তিনি কোনো সাড়া দেননি।
মনোনয়নপত্র বাছাইয়ের আগের দিন স্বতন্ত্র প্রার্থীর সমর্থনকারীকে অপহরণসহ প্রলোভন দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রাম-১৫ আসনে নৌকা প্রতীকে মনোনীত প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীর বিরুদ্ধে। ফলে ওই ব্যক্তি প্রার্থীর সমর্থনে স্বাক্ষর করেননি বলে নির্বাচনের রিটার্নিং কার্যালয়ে সাক্ষ্য দেওয়ায় স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।
আজ সোমবার আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. আ ম ম মিনহাজুর রহমান রিটার্নিং কর্মকর্তাকে এই অভিযোগ দেন।
নিয়মানুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে ১ শতাংশ ভোটারের সমর্থন থাকতে হয়। রিটার্নিং কার্যালয়ে মনোনয়ন জমা দিতে তাঁদের সইসহ কাগজ সংযুক্ত করতে হয়। এরপর রিটার্নিং কার্যালয় থেকে সইগুলো যাচাই-বাছাই করা হয়। ডা. মিনহাজের পক্ষে সই দিয়েছিলেন লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের বাসিন্দা সৈয়দুল আলম। যাঁকে নদভী অপহরণ করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে জানতে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।
তবে চট্টগ্রাম জেলা প্রশাসনের স্টাফ অফিসার প্লাবন কুমার বিশ্বাস বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর সমর্থনকারীকে অপহরণের একটি অভিযোগ আমাদের কাছে এসেছে। আমরা যাচাই-বাছাই করছি।’
এদিকে আজকের পত্রিকাকে একটি ছবি সরবরাহ করেন মিনহাজুর রহমান। যেটি চান্দগাঁও আবাসিক এলাকার নদভীর কার্যালয়ে। সেখানে একজনকে বসিয়ে রাখতে দেখা যায়।
স্বতন্ত্র প্রার্থী ডা. মিনহাজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার দিবাগত রাত ১০টা থেকে প্রতিপক্ষ সংসদ সদস্য পদপ্রার্থী আবু রেজা নেজাম উদ্দিন নদভী নগরের চান্দগাঁও রূপালী আবাসিকের বাসার তৃতীয় তলার অফিস কক্ষের পাশের কম্পিউটার রুমে আমার এক সমর্থককে আটকে রাখেন। যাকে আজ (সোমবার) মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে রিটার্নিং কার্যালয়ে হাজির করা হয়। সেখানে আমার পক্ষে সই দেননি মর্মে সাক্ষ্য দেওয়ার জন্য চাপ দেওয়া হয়।’
তিনি আরও বলেন, ‘অথচ এই সমর্থক ২ ডিসেম্বর লোহাগাড়া উপজেলায় নিজে উপস্থিত হয়ে আমার সমর্থনে সই করেন। ওই সময় স্থানীয় অনেক নেতা-কর্মী ছিলেন।’
স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আরও বলেন, ‘এ বিষয়ে আমি আজ রিটার্নিং কার্যালয়ে লিখিত অভিযোগ জানিয়েছি এবং আমার সমর্থক সৈয়দুল আলমকে উদ্ধারপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন করেছি। কিন্তু রিটার্নিং কর্মকর্তা এরপরও আমার মনোনয়ন বাতিল করেছেন। আমি এই বিষয়ে আপিল করব।’
মিনহাজের সমর্থনকারী লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের বাসিন্দা সৈয়দুল আলমের মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।
এদিকে অভিযোগের বিষয়ে জানতে আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভীর মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে এই বিষয়ে লিখে উত্তর জানতে চাইলেও তিনি কোনো সাড়া দেননি।
‘জীবনে কখনো এমন বিকট শব্দ শুনিনি আমি। মনে হলো একসঙ্গে ৩০-৪০টি বজ্রপাত হলো।’ এভাবেই স্কুলভবনের ওপর বিমান বিধ্বস্ত হওয়ার বিভীষিকাময় অভিজ্ঞতার কথা বর্ণনা করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ১৮ বছর বয়সী শিক্ষার্থী আহনাফ বিন হাসান।
১ মিনিট আগেআবাসন সংকট, অবৈধ অস্থায়ী আদালত অপসারণ ও মাঠ দখল থেকে মুক্ত করাসহ সাত দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার শিক্ষার্থীরা। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে মাদ্রাসা-ই-আলিয়ার সাধারণ শিক্ষার্থীর ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।
২৭ মিনিট আগেবঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে বাতাসের তীব্রতায় জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। এতে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।
৩১ মিনিট আগেচুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের মাধবপুরে মনিরুল ইসলাম (৫০) নামের এক দিনমজুরকে গতকাল শনিবার দুপুরে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় মামলার ৫ ঘণ্টার মধ্যে পাশ্ববর্তী আলমডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁর স্ত্রী পাপিয়া খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি প্রাথমিক জিজ্ঞেসাবাদে স্বামীকে
৩৫ মিনিট আগে