Ajker Patrika

এক জায়গায় মিলবে পুলিশের সব সেবা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
এক জায়গায় মিলবে পুলিশের সব সেবা

নগরীতে এক জায়গা থেকেই ১৬টি থানার যেকোনোটিতে জিডি, মামলা বা অন্য কোনো পুলিশি সেবা পাওয়া যাবে। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সেবাকেন্দ্র সিএমপি সার্ভিস সেন্টার থেকেই মিলবে এ সেবা। আজ বৃহস্পতিবার এ সেবাকেন্দ্রের উদ্বোধন করা হয়। 

বৃহস্পতিবার সকাল ১১টায় নগরের আগ্রাবাদে সিএমপি সার্ভিস সেন্টার নামের সেবা কেন্দ্রের উদ্বোধন করেন নগর পুলিশের কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। প্রতি সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওই কেন্দ্রে সব ধরনের সেবা মিলবে জানিয়েছে সিএমপি। 

সিএমপির অতিরিক্ত উপকমিশনার শাহাদৎ হুসেন রাসেল বলেন, কোনো ব্যক্তি তাঁর মোবাইল কিংবা গুরুত্বপূর্ণ নথিপত্র হারিয়ে ফেললে থানায় না গিয়ে সার্ভিস সেন্টারেই জিডি করতে করতে পারবেন, যা অনলাইনের মাধ্যমে সংশ্লিষ্ট থানায় চলে যাবে। পরে আবেদনকারী সার্ভিস সেন্টার থেকেই জিডির কপি সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া ট্রাফিক-সংক্রান্ত যেকোনো মামলা এবং জব্দ করা গাড়ির কাগজপত্র সার্ভিস সেন্টার থেকে সংগ্রহ করা যাবে। 

শাহাদৎ হুসেন রাসেল বলেন, ট্রাফিকের চার বিভাগের অধীনে কোনো গাড়ির বিরুদ্ধে মামলা কিংবা কাগজপত্র জব্দ করা হয়ে থাকে, তাহলে সেগুলো সংশ্লিষ্ট কার্যালয়ে না গিয়ে চালক-মালিকেরা সার্ভিস সেন্টার থেকে সংগ্রহ করতে পারবেন। তবে এ ক্ষেত্রে নিজের জাতীয় পরিচয়পত্র ও নিজের নামে নিবন্ধন করা মোবাইল নম্বর সঙ্গে রাখতে হবে। অতিরিক্ত উপকমিশনার বলেন, পুলিশের সব সেবাকে নগরবাসীর কাছে আরও সহজে পৌঁছে দেওয়ার জন্য সেবাকেন্দ্রটি তৈরি করা হয়েছে। গুরুত্ব বিবেচনায় পর্যায়ক্রমে আরও কয়েকটি স্থানে এ ধরনের কেন্দ্র স্থাপন করা হবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) শামসুল আলম উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই সনদে স্বাক্ষর নিয়ে শেষ মুহূর্তে এসে অনিশ্চয়তা, সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠক

ইতিহাসের সর্ববৃহৎ ক্রিপ্টো কেলেঙ্কারি, ১৪ বিলিয়ন ডলারের কয়েন জব্দ

আসামি গ্রেপ্তারে র‍্যাবকে ভুল তথ্য, বগুড়া ডিবির ওসিসহ ৩ কর্মকর্তা প্রত্যাহার

পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা করে লাশ ফ্রিজে রাখেন নজরুল: পুলিশ

৬ মাসের সংসার, ৭ দিনের চাকরি—মর্গে নিথর স্বামী-স্ত্রীর লাশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত