Ajker Patrika

কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রে বেড়েছে উৎপাদন, চলছে ৪ ইউনিট

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১১: ৪২
কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রে বেড়েছে উৎপাদন, চলছে ৪ ইউনিট

চলতি সপ্তাহজুড়ে কাপ্তাইসহ পার্বত্য রাঙামাটির বিভিন্ন অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। ফলে কাপ্তাই লেকে পানির পরিমাণও বৃদ্ধি পেয়েছে। লেকের পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটির মধ্যে চারটি ইউনিট দিয়ে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সচল রয়েছে। 

কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহ আজ বৃহস্পতিবার জানান, চার ইউনিট থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৬৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। উৎপাদিত বিদ্যুতের পুরোটাই জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে। 

এ টি এম আব্দুজ্জাহ বলেন, আপাতত ২ নম্বর ইউনিটটি বন্ধ রয়েছে। সেটি চালু করা সম্ভব হলে আরও ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। 

জানা গেছে, বৃহস্পতিবার ১ নম্বর ইউনিট থেকে ৪৪ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিট থেকে ৪৭ মেগাওয়াট, ৪ নম্বর ইউনিট থেকে ৪০ মেগাওয়াট এবং ৫ নম্বর ইউনিট থেকে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। 

হ্রদে রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী পানি থাকার কথা ১০৯.০ ফুট মিন সি লেভেল (এমএসএল)। কিন্তু হ্রদে এখন পানি রয়েছে (বৃহস্পতিবার, সকাল ৯টা পর্যন্ত) ১০৬.৬৭ ফুট এমএসএল। অর্থাৎ নির্দিষ্ট পরিমাপের চেয়ে কাপ্তাই হ্রদে এখন প্রায় চার ফুট পানি কম রয়েছে। 

পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক জানান, অব্যাহত ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল এবং উজান থেকে পানির ধারা নেমে আসায় কাপ্তাই হ্রদে পানির উচ্চতা এই মুহূর্তে বৃদ্ধি পাচ্ছে। যদি পানির লেভেল ১০৭ ফুট এমএসএল অতিক্রম করে, তাহলে এই কেন্দ্রের স্পিল ওয়ের গেট খুলে পার্শ্ববর্তী কর্ণফুলী নদীতে পানি ফেলে দেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত