Ajker Patrika

ছেলের সঙ্গে প্রতিপক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে ইউপি সদস্যের মৃত্যু

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
ছেলের সঙ্গে প্রতিপক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে ইউপি সদস্যের মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে ছেলের সঙ্গে প্রতিপক্ষের মারামারি থামাতে গিয়ে হৃৎক্রিয়া বন্ধ হয়ে মো. শাহ আলম (৬২) নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান তিনি। এর আগে ওই দিন বিকেল পাঁচটার দিকে চরপার্বতী ইউনিয়নের ছোট ফেনী নদীর ওপর নবনির্মিত কাঠের ব্রিজ সংলগ্ন এলাকায় হৃৎক্রিয়া বন্ধ হয়ে অসুস্থ হয়ে পরেন তিনি। 
মৃত মো. শাহ আলম চরহাজারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য ও মৃত মমিন উল্লাহর ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বলছে, বৃহস্পতিবার বিকেলে ছোট ফেনী নদীর কাঠের ব্রিজ সংলগ্ন এলাকায় স্থানীয় যুবক ফাহাদের চাচাতো ভাই মানিক বিভিন্ন মেয়েদের ছবি তোলে। তা দেখে বাধা দেয় ইউপি সদস্য শাহ আলমের ছেলে শাহীন (২৪)। একপর্যায়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডার ঘটনা ঘটে। এ ঘটনার জেরে মানিকের জ্যাঠাতো ভাই ফাহাদ (৩২) তাঁর দলবল নিয়ে ইউপি সদস্য শাহ আলমের ছেলে শাহীনসহ কয়েকজনের ওপর হামলা চালায়। এ সময় ফাহাদের হাতে একটি দেশীয় বন্দুক ও অন্যদের হাতে রামদাসহ বিভিন্ন অস্ত্র দেখা যায়। পরে ইউপি সদস্যের ছেলে শাহীনের বন্ধুবান্ধবেরা একত্রিত হয়ে ফাহাদ ও তাঁর দলবলকে ধাওয়া করে। ছেলের সঙ্গে প্রতিপক্ষের মারামারির খবর পেয়ে ইউপি সদস্য শাহ আলম ঘটনাস্থলে পৌঁছালে ফাহাদদের গ্রুপের কয়েকজন তাঁকে ধাক্কা দেয়। এ সময় তিনি মাটিতে পড়ে যান এবং তখন তাঁর বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করার কথা জানালে সিএনজিতে তাঁকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাতে তিনি মারা যান। 

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত