নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কবিরহাটে যুবদলের এক নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। তিনি এক সরকারি কর্মচারীকে ফোন করে এক লাখ টাকা দাবি করেছেন।
গতকাল শুক্রবার রাতে মোবাইল ফোনে চাঁদা দাবির কথোপকথনের অডিও রেকর্ড ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
অভিযুক্ত আনোয়ার হোসেন নয়ন কবিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ফতেহজঙ্গপুর গ্রামের বাসিন্দা। তিনি জেলা যুবদলের ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক এবং কবিরহাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।
ভুক্তভোগী মো. সাকায়েত উল্যাহ শিপন একই উপজেলার বাটইয়া ইউনিয়নের চন্দ্রশুদ্ধি গ্রামের আবদুল ওহাবের ছেলে। তিনি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক হিসেবে কর্মরত।
ফাঁস হওয়া অডিও রেকর্ড অনুযায়ী, সাকায়েতকে ফোন দিয়ে যুবদল নেতা নয়ন বলেন, ‘আপনাকে চাকরি দিয়েছে ব্যারিস্টার মওদুদ আহমদ। কিন্তু গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনি নৌকা মার্কার পক্ষে ভোট করেছেন, ডোনেশানও দিয়েছেন। তাই আগামী মঙ্গলবারের মধ্যে আমাকে এক লাখ টাকা দেবেন। না দিলে এটার পরিণাম কী হবে, তা চিন্তাও করতে পারবেন না। আর এ কথা যদি আপনি-আমি ছাড়া তৃতীয় কানে যায়, তাহলে আপনার ঘাড় বাঁকা করে ফেলব। এটা যেন মনে থাকে। এটাকে থ্রেট (হুমকি) মনে করলেও করতে পারেন।’
সাকায়েত বলেন, ‘৫ আগস্টের পর থেকে যুবদল নেতা আনোয়ার হোসেন নয়ন উদ্ভট কথা বলে প্রতিনিয়ত এক লাখ টাকার জন্য ফোনে আমাকে হুমকি-ধমকি দিয়ে আসছেন। না দিলে হত্যাসহ আমার বাড়ি জ্বালিয়ে দেওয়ারও হুমকি দিচ্ছেন। গ্রামের বাড়িতে আমার স্কুলশিক্ষিকা স্ত্রী, চার শিশুসন্তান ও মা-বাবা থাকে। আমি তাদের নিরাপত্তার কথা চিন্তা করে কাল রেকর্ড ও মোবাইল নম্বরসহ ঢাকার শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’
জিডির বিষয়ে জানা গেছে, এ ব্যাপারে থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদকে তদন্ত করে ব্যবস্থা নিতে দায়িত্ব দেওয়া হয়েছে।
জানতে চাইলে যুবদল নেতা নয়ন বলেন, ‘এই সাকায়েত উল্যাহ শিপন বিগত সময়ে আমাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করেছে। যার পরিমাণ আড়াই থেকে তিন লাখ টাকা হবে। তাই তাকে এক লাখ টাকা পরিশোধ করতে বলেছি। কথাগুলো বলতে গিয়ে ঝগড়ার মতো হয়ে গেছে। কিছু গালমন্দও করেছি। স্থানীয় নেতারা জানার পর এটা নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। আমি চুপচাপ আছি। এখন আমাদের কমিটি ঘোষণার কথা চলছে। আমি উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। এ মুহূর্তে কেউ ষড়যন্ত্র করে আমার কাটছাঁট করা অডিও ভাইরাল করে দিয়েছে। আমি আইনগত ব্যবস্থা নেব।’
এ বিষয়ে জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা অনুসন্ধান করছি। এভাবে টাকা দাবি করা অন্যায়।’
যোগাযোগ করা হলে জেলা বিএনপির সদস্যসচিব হারুনুর রশিদ আজাদ বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব বিষয়ে খুবই কঠোর। এ ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
নোয়াখালীর কবিরহাটে যুবদলের এক নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। তিনি এক সরকারি কর্মচারীকে ফোন করে এক লাখ টাকা দাবি করেছেন।
গতকাল শুক্রবার রাতে মোবাইল ফোনে চাঁদা দাবির কথোপকথনের অডিও রেকর্ড ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
অভিযুক্ত আনোয়ার হোসেন নয়ন কবিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ফতেহজঙ্গপুর গ্রামের বাসিন্দা। তিনি জেলা যুবদলের ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক এবং কবিরহাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।
ভুক্তভোগী মো. সাকায়েত উল্যাহ শিপন একই উপজেলার বাটইয়া ইউনিয়নের চন্দ্রশুদ্ধি গ্রামের আবদুল ওহাবের ছেলে। তিনি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক হিসেবে কর্মরত।
ফাঁস হওয়া অডিও রেকর্ড অনুযায়ী, সাকায়েতকে ফোন দিয়ে যুবদল নেতা নয়ন বলেন, ‘আপনাকে চাকরি দিয়েছে ব্যারিস্টার মওদুদ আহমদ। কিন্তু গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনি নৌকা মার্কার পক্ষে ভোট করেছেন, ডোনেশানও দিয়েছেন। তাই আগামী মঙ্গলবারের মধ্যে আমাকে এক লাখ টাকা দেবেন। না দিলে এটার পরিণাম কী হবে, তা চিন্তাও করতে পারবেন না। আর এ কথা যদি আপনি-আমি ছাড়া তৃতীয় কানে যায়, তাহলে আপনার ঘাড় বাঁকা করে ফেলব। এটা যেন মনে থাকে। এটাকে থ্রেট (হুমকি) মনে করলেও করতে পারেন।’
সাকায়েত বলেন, ‘৫ আগস্টের পর থেকে যুবদল নেতা আনোয়ার হোসেন নয়ন উদ্ভট কথা বলে প্রতিনিয়ত এক লাখ টাকার জন্য ফোনে আমাকে হুমকি-ধমকি দিয়ে আসছেন। না দিলে হত্যাসহ আমার বাড়ি জ্বালিয়ে দেওয়ারও হুমকি দিচ্ছেন। গ্রামের বাড়িতে আমার স্কুলশিক্ষিকা স্ত্রী, চার শিশুসন্তান ও মা-বাবা থাকে। আমি তাদের নিরাপত্তার কথা চিন্তা করে কাল রেকর্ড ও মোবাইল নম্বরসহ ঢাকার শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’
জিডির বিষয়ে জানা গেছে, এ ব্যাপারে থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদকে তদন্ত করে ব্যবস্থা নিতে দায়িত্ব দেওয়া হয়েছে।
জানতে চাইলে যুবদল নেতা নয়ন বলেন, ‘এই সাকায়েত উল্যাহ শিপন বিগত সময়ে আমাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করেছে। যার পরিমাণ আড়াই থেকে তিন লাখ টাকা হবে। তাই তাকে এক লাখ টাকা পরিশোধ করতে বলেছি। কথাগুলো বলতে গিয়ে ঝগড়ার মতো হয়ে গেছে। কিছু গালমন্দও করেছি। স্থানীয় নেতারা জানার পর এটা নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। আমি চুপচাপ আছি। এখন আমাদের কমিটি ঘোষণার কথা চলছে। আমি উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। এ মুহূর্তে কেউ ষড়যন্ত্র করে আমার কাটছাঁট করা অডিও ভাইরাল করে দিয়েছে। আমি আইনগত ব্যবস্থা নেব।’
এ বিষয়ে জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা অনুসন্ধান করছি। এভাবে টাকা দাবি করা অন্যায়।’
যোগাযোগ করা হলে জেলা বিএনপির সদস্যসচিব হারুনুর রশিদ আজাদ বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব বিষয়ে খুবই কঠোর। এ ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহারিয়া খান বিপ্লবকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) রাত ৯টার দিকে সাদুল্লাপুর শহরের কাঁচামাল আড়তের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ মিনিট আগেগতকাল ১৪ মার্চ ‘‘ঘুষকে’ বৈধতা দিল শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি, সমালোচনার ঝড়’ শিরোনামে আজকের পত্রিকার অনলাইনে সংবাদ প্রচার হলে দেশব্যাপী সমালোচনার মুখে ফেসবুক পোস্টের মাধ্যমে দুঃখ প্রকাশ করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান।
৫ মিনিট আগেতরমুজবোঝাই ট্রলারে ডাকাতির চেষ্টাকালে সশস্ত্র জলদস্যুর সঙ্গে ব্যবসায়ী ও চাষিদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গণপিটুনিতে এক জলদস্যুর মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে তেঁতুলিয়া নদীর বাউফল অংশে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেগোপালগঞ্জের কোটালীপাড়ায় ডাকাতিকালে এক যুবককে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) বিকেলে পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসপি মো. মিজানুর রহমান এ কথা বলেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কোটালীপাড়া উপজেলার চোরখুলী গ্রামের আতাউর শেখের ছেলে সামিউল শেখ (৩৫), একই উপজেলা
১ ঘণ্টা আগে