লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে স্ত্রীকে হত্যার দায়ে এক যুবক ও তাঁর এক সহযোগীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই আসামিকে মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ দায় দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) জসিম উদ্দিন।
সাজাপ্রাপ্ত যুবকেরা হলেন হারুন (৩২) ও তাঁর সহযোগী সোহেল (৩৭)। হারুন কমলনগর উপজেলার চর কালকিনি ইউনিয়নের নুর মোহাম্মদের ছেলে এবং সোহেল সদর উপজেলার চরভূতা গ্রামের সিরাজ আনসারির ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৯ নভেম্বর দুপুরে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চর মনসা বিল এলাকায় একটি ড্রেনে অজ্ঞাতনামা এক মহিলার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে লক্ষ্মীপুর সদর থানা-পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠায়। তবে প্রাথমিকভাবে শ্বাসরোধে হত্যার ধারণা করে ওই দিনই পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে এ মামলায় সোহেল নামে দুই যুবককে অভিযুক্ত করে ২০১৭ সালের ১১ এপ্রিল পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এ দিকে অজ্ঞাতনামা মহিলার মরদেহ উদ্ধারের খবরে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার জগমোহন এলাকার নিলুপা আক্তার ও তাঁর স্বামী আসলাম মিয়া লক্ষ্মীপুর সদর থানায় গিয়ে নিহতের ছবি দেখে তাদের মেয়ে আয়েশা আক্তার বলে শনাক্ত করেন। পরে এ ঘটনার অধিকতর তদন্তের জন্য নিহতের মা নিলুপা আক্তার আদালতে আবেদন করেন। পরবর্তীতে আদালতের নির্দেশে পুনঃতদন্ত শেষে পুলিশ ২০১৮ সালের ২১ আগস্ট নিহতের স্বামী হারুনসহ চারজনকে অভিযুক্ত করে আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানিতে ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।
লক্ষ্মীপুরে স্ত্রীকে হত্যার দায়ে এক যুবক ও তাঁর এক সহযোগীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই আসামিকে মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ দায় দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) জসিম উদ্দিন।
সাজাপ্রাপ্ত যুবকেরা হলেন হারুন (৩২) ও তাঁর সহযোগী সোহেল (৩৭)। হারুন কমলনগর উপজেলার চর কালকিনি ইউনিয়নের নুর মোহাম্মদের ছেলে এবং সোহেল সদর উপজেলার চরভূতা গ্রামের সিরাজ আনসারির ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৯ নভেম্বর দুপুরে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চর মনসা বিল এলাকায় একটি ড্রেনে অজ্ঞাতনামা এক মহিলার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে লক্ষ্মীপুর সদর থানা-পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠায়। তবে প্রাথমিকভাবে শ্বাসরোধে হত্যার ধারণা করে ওই দিনই পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে এ মামলায় সোহেল নামে দুই যুবককে অভিযুক্ত করে ২০১৭ সালের ১১ এপ্রিল পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এ দিকে অজ্ঞাতনামা মহিলার মরদেহ উদ্ধারের খবরে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার জগমোহন এলাকার নিলুপা আক্তার ও তাঁর স্বামী আসলাম মিয়া লক্ষ্মীপুর সদর থানায় গিয়ে নিহতের ছবি দেখে তাদের মেয়ে আয়েশা আক্তার বলে শনাক্ত করেন। পরে এ ঘটনার অধিকতর তদন্তের জন্য নিহতের মা নিলুপা আক্তার আদালতে আবেদন করেন। পরবর্তীতে আদালতের নির্দেশে পুনঃতদন্ত শেষে পুলিশ ২০১৮ সালের ২১ আগস্ট নিহতের স্বামী হারুনসহ চারজনকে অভিযুক্ত করে আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানিতে ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং জহুরুল হক বিমান ঘাঁটিতে জ্বালানি তেল সরবরাহের জন্য পাইপলাইনে জেট ফুয়েল সরবরাহের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী আগস্ট মাসে এই পাইপলাইনের কমিশনিং হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এই প্রকল্পের প্রকল্প পরিচালক ও পদ্মা অয়েল কোম্পানির সহকারী...
২০ মিনিট আগেসাতক্ষীরায় মরিচ্চাপ নদীর ওপর নির্মিত সাতটি সেতু ধসে পড়েছে। এতে সদর ও আশাশুনি উপজেলার অন্তত ২৫টি গ্রামের মানুষের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের অভিযোগ, সেতুর নিচ দিয়ে অপরিকল্পিতভাবে নদী খনন এবং নিম্নমানের সামগ্রী দিয়ে সেতু নির্মাণ করায় এমন বিপর্যয় ঘটেছে।
২৫ মিনিট আগেপঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাসেবা চলছে পরিত্যক্তঘোষিত এক ভবনে। সেখানে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। জানা গেছে, ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি ভবনটি আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হলেও সেটিতে এখনো রোগী ভর্তি ও চিকিৎসা কার্যক্রম চলছে।
৩১ মিনিট আগেময়মনসিংহের গৌরীপুর এবং কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার মোট ১৮৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। পাশাপাশি অনেক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদও শূন্য। অবসর, মৃত্যু ও মামলার কারণে এই পদগুলো শূন্য হয়েছে বলে শিক্ষা অফিস সূত্রে জানা গেছে। এতে জোড়াতালি দিয়ে কোনোরকমে...
৩৭ মিনিট আগে