Ajker Patrika

মিয়ানমারের গোলাগুলিতে কাঁপল নাইক্ষ্যংছড়ি সীমান্তের দুই গ্রাম 

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  
আপডেট : ১৪ মার্চ ২০২৪, ১২: ৫২
মিয়ানমারের গোলাগুলিতে কাঁপল নাইক্ষ্যংছড়ি সীমান্তের দুই গ্রাম 

নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবার গোলাগুলি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। গতকাল বুধবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিট থেকে এই আওয়াজ শুনতে পান জারুলিয়াছড়ির আগা এলাকার বাসিন্দা। এটি নাইক্ষ্যংছড়ির উপজেলা সদর ইউনিয়নের আশারতলীর জারুলিয়াছড়ি গ্রামের একটি অংশ। পাশে জামছড়ি গ্রামের বাসিন্দারাও এই শব্দ পেয়েছেন। 

এ দুই গ্রামের একাধিক বাসিন্দা জানান, সীমান্তের ৪৫ ও ৪৬ নম্বর পিলারের মিয়ানমার অভ্যন্তরে গতকাল বুধবার ভোরে প্রচণ্ড শব্দ শোনা যায়। এতে পুরো এলাকা কেঁপে ওঠে। সন্ধ্যায় পুনরায় একই পয়েন্টে ভারী অস্ত্রের গোলাগুলি শুরু হয়। এটা বেশ কিছুটা সময় চলে থেমে থেমে। ধারণা করা হচ্ছে, মিয়ানমারে রানি নামের ঘাঁটির আশপাশে জান্তাবাহিনীর সঙ্গে বিদ্রোহী আরকান আর্মির এই গোলাগুলি চলছে। 

অন্যদিকে নাইক্ষ্যংছড়ি সীমান্তের ৩১ নম্বর পিলার থেকে ৪৪ নম্বর পিলার পর্যন্ত গোলাগুলি শোনা যাচ্ছে না প্রায় ১৫ দিন। তবে এই পয়েন্টে চোরাচালান বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

চট্টগ্রামে হামলায় ‘নিরাপত্তাহীন’ পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত