Ajker Patrika

করোনার নমুনা সংগ্রহের কাজ, দেড় বছর নিজের ঘরে ঘুমাতে পারেননি উজ্জ্বল

প্রতিনিধি, সদর (দক্ষিণ) কুমিল্লা
আপডেট : ১৩ আগস্ট ২০২১, ১৯: ৪৬
করোনার নমুনা সংগ্রহের কাজ, দেড় বছর নিজের ঘরে ঘুমাতে পারেননি উজ্জ্বল

স্বাস্থ্য সহকারী উজ্জ্বল চন্দ্র সিংহ। বাগমারা উত্তর ইউনিয়ন কেশনপাড় গ্রামের মৃত নকেন্দ্র চন্দ্র সিংহর একমাত্র ছেলে। ইপিআই কর্মী হিসেবে কাজ করেন ভুলইন উত্তর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে।

গত বছরের প্রথম দিকে লালমাই উপজেলার তৎকালীন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম ইয়াসির আরাফাত ও তৎকালীন স্বাস্থ্য কর্মকর্তা ডা. জয়াশীষ রায়ের নির্দেশে অতিরিক্ত দায়িত্ব হিসেবে করোনার নমুনা সংগ্রহ শুরু করেন উজ্জ্বল। প্রাথমিকভাবে তিনি প্রবাস ফেরতদের নমুনা সংগ্রহ করেন। পরে তাঁকে লালমাই উপজেলার নিয়মিত করোনার নমুনা সংগ্রহ ও সিভিল সার্জন কার্যালয়ে নমুনা পৌঁছানোর দায়িত্ব দেওয়া হয়। বাগমারা ২০ শয্যা হাসপাতালের রেকর্ড অনুযায়ী, গত বছরের ৭ মার্চ থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত তিনি একাই মোট ১ হাজার ৪১২টি নমুনা সংগ্রহ করেছেন। 

এই কাজের জন্য তাঁকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে তা সত্যিই বিরল। স্ত্রী–সন্তান, প্রতিবেশীরা সংক্রমিত হতে পারেন এই আশঙ্কায় দেড় বছর নিজের ঘরে ঘুমাননি। বাড়ির পাশের গ্যারেজে রাত্রিযাপন করেছেন। শ্যালো মেশিন রাখার ঘরেই কেটেছে এতটা দিন। 

সর্বশেষ কুমিল্লার সিভিল সার্জনের নির্দেশে গত ৬ আগস্ট থেকে লালমাই উপজেলায় করোনার নমুনা সংগ্রহ শুরু করেছেন ল্যাব টেকনিশিয়ান সুইটি আক্তার। আর উজ্জ্বল সিংহকে করোনার টিকা কার্যক্রমে সম্পৃক্ত করা হয়েছে। অবশেষে পরিবারের সঙ্গে থাকার সুযোগ পেয়েছেন তিনি।

উজ্জ্বল চন্দ্র আজকের পত্রিকাকে বলেন, করোনার নমুনা সংগ্রহ করতে গিয়ে আমি দীর্ঘ দেড় বছর ঘরে ঘুমাতে পারিনি। এতে আমার পরিবারের সদস্যরা কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও লালমাইবাসী উপকৃত হয়েছেন। এতেই আমি সন্তুষ্ট। এবার গণ টিকা দান কার্যক্রমে সম্পৃক্ত হয়েছি। বিশ্বাস করি, এখানেও মানুষকে সেবা দিতে পারবো। নমুনা সংগ্রহ কার্যক্রমে আমি সাবেক ও বর্তমান ইউএনও স্যার, আরএমও স্যার, বর্তমান ওসি স্যার ও সংবাদকর্মীদের সহায়তা পেয়েছি। 

পেরুল উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা অহিদুর রহমান মাছুম বলেন, আমার একজন আত্মীয় গুরুতর অসুস্থ ছিলেন। হাসপাতালে নিয়ে নমুনা পরীক্ষার সুযোগ ছিল না। একজন সাংবাদিকের মাধ্যমে জানতে পেরে উজ্জ্বল সিংহ দাদা বাড়িতে এসে নমুনা সংগ্রহ করেছিলেন। আমি ও আমার পরিবার তাঁর কাছে কৃতজ্ঞ। 

লালমাই উপজেলার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও বাগমারা হাসপাতালের আরএমও ডা. আনোয়ার উল্যাহ বলেন, ল্যাব টেকনিশিয়ান না থাকায় দীর্ঘ দেড় বছর স্বাস্থ্য সহকারী উজ্জ্বল সিংহ করোনার নমুনা সংগ্রহ করেছেন। সিভিল সার্জনের নির্দেশে বর্তমানে লালমাই উপজেলায় একজন ল্যাব টেকনিশিয়ান কর্মরত। সে জন্য উজ্জ্বল সিংহকে নমুনা সংগ্রহের দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত