Ajker Patrika

হাতিয়ায় ২ লাখ ৬৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
হাতিয়ায় ২ লাখ ৬৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে ২ লাখ ৬৬ হাজার মিটার কারেন্ট জাল,৫টি বেহুন্দি ও ২০ কেজি জাটকা জব্দ করেছে নৌ-পুলিশ। আজ সোমবার সকালে জব্দ করা জাল উপজেলার চরঈশ্বর আজহার মেম্বারের ঘাটে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়। 

নৌ-পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান চালায় নৌ-পুলিশের একটি টিম। এ সময় উপজেলার নলচিরা ঘাটের উত্তর পাশে মেঘনা নদীতে পাতানো অবস্থায় ওই সব জাল পাওয়া যায়। নৌ-পুলিশের টহল দেওয়া ট্রলারটি দেখে জেলেরা পালিয়ে যায়। পরে নদী থেকে জাল তীরে এনে পরিমাপ করে দেখা যায় সেখানে ২ লাখ ৬৬ হাজার মিটার কারেন্ট জাল ছিল। এ সময় ৫টি বেহুন্দি জালও নদীতে পাতানো অবস্থায় পাওয়া যায়। 

পরে উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধি, ইউপি সদস্য, ঘাটের ইজারাদার প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ওই সব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে জব্দ করা জাটকা স্থানীয় দুস্থদের মাঝে বিতরণ করে দেওয়া হয়েছে। 

স্থানীয় জেলেরা জানান, জব্দ করা ওই সব জালের বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা। 

হাতিয়ার নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাসির উদ্দিন বলেন, জাটকা শিকার ও কারেন্ট জাল ব্যবহার বন্ধ করতে নদীতে আমাদের অভিযান চলমান রয়েছে। আমাদের দুইটি টিম প্রতিদিন সকালে ও বিকেলে ভিন্ন ভিন্নভাবে টহল দেয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত