লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে মা কিরণ বেগমকে (৪৭) কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে কাউছার হোসেনকে (৩০) আটক করেছে পুলিশ। রোববার রাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গঙ্গাপুর এলাকায় হত্যাকাণ্ডটি হয়। খবর পেয়ে রাত ৯টার দিকে সদর মডেল থানা-পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে ও ছেলেকে আটক করে। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বিষয়টি নিশ্চিত করেন।
নিহত কিরণ বেগম গঙ্গাপুর এলাকার আবুল খায়েরের মেয়ে।
পুলিশ জানায়, ঘাতক কাউছার মাদকসেবী। নেশা মুক্ত করতে তাকে রিহাবেও রাখা হয়েছিল। কিন্তু এতে লাভ হয়নি। মাদকের টাকার জন্য প্রায়ই মায়ের সঙ্গে খারাপ আচরণ করত। ঘটনার সময়ও মাদকের টাকার জন্য মা কিরণ বেগমের সঙ্গে ঝগড়া করে। ঘটনার সময় বাড়িতে অন্য কেউ ছিল না। পরে কাউছার বাড়ির সামনের রাস্তায় গিয়ে সবাইকে বলে তার মাকে কে বা কারা কুপিয়ে ফেলে রেখে গেছে। সন্দেহজনক তাৎক্ষণিক লোকজন তাকে আটক করে। লোকজন ঘরে গিয়ে কিরণ বেগমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য দালাল বাজার এলাকায় একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে কিরণ বেগম মারা গেছে জানালে লোকজন লাশ বাড়িতে নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাউছার জানায়, সে-ই তার মাকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়েছি। স্থানীয়দের সহযোগিতায় ঘাতককে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
ওসি জানান, কাউছার হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে নেশার টাকার জন্য মাকে হত্যার কথা স্বীকার করেছেন।
লক্ষ্মীপুরে মা কিরণ বেগমকে (৪৭) কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে কাউছার হোসেনকে (৩০) আটক করেছে পুলিশ। রোববার রাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গঙ্গাপুর এলাকায় হত্যাকাণ্ডটি হয়। খবর পেয়ে রাত ৯টার দিকে সদর মডেল থানা-পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে ও ছেলেকে আটক করে। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বিষয়টি নিশ্চিত করেন।
নিহত কিরণ বেগম গঙ্গাপুর এলাকার আবুল খায়েরের মেয়ে।
পুলিশ জানায়, ঘাতক কাউছার মাদকসেবী। নেশা মুক্ত করতে তাকে রিহাবেও রাখা হয়েছিল। কিন্তু এতে লাভ হয়নি। মাদকের টাকার জন্য প্রায়ই মায়ের সঙ্গে খারাপ আচরণ করত। ঘটনার সময়ও মাদকের টাকার জন্য মা কিরণ বেগমের সঙ্গে ঝগড়া করে। ঘটনার সময় বাড়িতে অন্য কেউ ছিল না। পরে কাউছার বাড়ির সামনের রাস্তায় গিয়ে সবাইকে বলে তার মাকে কে বা কারা কুপিয়ে ফেলে রেখে গেছে। সন্দেহজনক তাৎক্ষণিক লোকজন তাকে আটক করে। লোকজন ঘরে গিয়ে কিরণ বেগমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য দালাল বাজার এলাকায় একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে কিরণ বেগম মারা গেছে জানালে লোকজন লাশ বাড়িতে নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাউছার জানায়, সে-ই তার মাকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়েছি। স্থানীয়দের সহযোগিতায় ঘাতককে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
ওসি জানান, কাউছার হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে নেশার টাকার জন্য মাকে হত্যার কথা স্বীকার করেছেন।
চট্টগ্রামে একাধিক হত্যা মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে গ্রেপ্তারের পর ছেড়ে দিয়ে আবার পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গতকাল শনিবার (১০ মে) রাত সাড়ে ১০টার দিকে নগরের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বারৈয়পাড়া একটি বাসা থেকে তামান্নাকে গ্রেপ্তার করে
১৫ মিনিট আগেখুলনায় মহিলা লীগের নেত্রী লিভানা পারভীনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ রোববার দুপুরে নগরীর পূর্ব বানিয়াখামার বিকে মেইন রোডের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৪২ মিনিট আগেযৌতুক ও নারী নির্যাতনের মামলায় কারাগারে থাকা ফায়ার সার্ভিসের সদস্য মনিরুজ্জামান নাবিল তাঁর স্ত্রীর ওপর পরিবারের সদস্যদের মাধ্যমে মামলা তুলে নেওয়ার জন্য নিয়মিত হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ৫ মাসের শিশুপুত্রকে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন নির্যাতিত স্ত্রী সুমাইয়া আক্তার। এ বিষয়ে ফায়ার সার্ভিসের
১ ঘণ্টা আগেদিনাজপুরের বিরামপুরে আজ রোববার ট্রেনে কাটা পড়ে এবং বিদ্যুতায়িত হয়ে দুজন মারা গেছেন। উপজেলার কল্যাণপুর গ্রামে ট্রেনে কাটা পড়ে একজন নিহত হয়েছেন। এ ছাড়া বিরামপুরের হাসপাতালে বিদ্যুতায়িত আহত একজনের মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগে