Ajker Patrika

কামরাঙ্গীরচরে ১১ বছরের শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীর কামরাঙ্গীরচরের রূপনগর এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামী হলেন মোহাম্মদ রাজু মিয়া (২৮)। তিনি কামরাঙ্গীরচরের রূপনগরের মৃত সুলতান মিয়ার ছেলে। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আসামির স্থাবর বা অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানার টাকা ভুক্তভোগীকে দেওয়ার জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ৯ জানুয়ারি ১১ বছর বয়সী শিশুকে প্রতিবেশী রাজু মিয়া ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এরপর ১৫ জানুয়ারি পুনরায় ভুক্তভোগীকে ধর্ষণ করেন আসামি।

এ ঘটনায় ওই বছরের ২৫ জানুয়ারি কামরাঙ্গীরচর থানায় মামলা দায়ের হয়। মামলাটি তদন্ত করে একই বছরের ১০ মে কামরাঙ্গীরচর থানার এসআই মোস্তাকিম কবির আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার বিচার চলাকালে মোট ৮ জন আদালতে সাক্ষ্য দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অবিশ্বাস্য কম খরচে বাংলাদেশিদের গোল্ডেন ভিসা দেবে দুবাই, সুবিধা কী

উপজেলা পর্যায়ে আদালত সম্প্রসারণে একমত সব দল

ফিলিস্তিনপন্থী সংগঠন নিষিদ্ধের পক্ষে ভোট দিলেন টিউলিপ–রুশনারা

চেক জালিয়াতির মামলায় সাংবাদিকের ৫ মাসের কারাদণ্ড

ফারজানা রুপা ও শাকিলকে গ্রেপ্তারের বিষয়ে জাতিসংঘকে ব্যাখ্যা দিল সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত