Ajker Patrika

সাতক্ষীরায় স্বামীকে বেঁধে অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সাতক্ষীরা সদর উপজেলার পায়রাডাঙা গ্রামে মুরগি ও মাছের সমন্বিত খামারের কর্মচারীকে বেঁধে তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলার পর দেলোয়ার হোসেন (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার বেলা ৩টার দিকে সাতক্ষীরার বাইপাস সড়কের বকচরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দেলোয়ার হোসেনের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার পায়রাডাঙা গ্রামে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক শরিফুল ইসলাম জানান, গত ১৭ মে দিবাগত রাত ২টার দিকে সাতক্ষীরা সদরের পায়রাডাঙায় মুরগি ও মাছের সমন্বিত খামারের পুরুষ কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত ও মুখ বেঁধে তাঁর পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে দুর্বৃত্তরা।

এ সময় নগদ টাকা ও সোনার গয়না লুটপাটের অভিযোগ ওঠে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে ১৮ মে তিনজনের নাম উল্লেখ করে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন নির্যাতন আইন ২০০০ সালের সংশোধিত ২০০৩-এর ৯(১) ধারাসহ পেনাল কোর্ডের ধারায় একটি মামলা করেন।

মামলায় দুই আসামিকে ইতিপূর্বে গ্রেপ্তার করে তাঁদের ডিএনএ টেস্টের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ১ জুন পাঠানো হয়।

আজ দুপুর ২টার দিকে শ্বশুরবাড়ি বাইপাস সড়কের বকচরা এলাকা থেকে মামলার অপর আসামি দেলোয়ার হোসেনকে র‌্যাবের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আজ বিকেলে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তদন্তকারী কর্মকর্তা। তদন্তকারী কর্মকর্তা বলেন, রিমান্ড আবেদনের শুনানি আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অবিশ্বাস্য কম খরচে বাংলাদেশিদের গোল্ডেন ভিসা দেবে দুবাই, সুবিধা কী

উপজেলা পর্যায়ে আদালত সম্প্রসারণে একমত সব দল

ফিলিস্তিনপন্থী সংগঠন নিষিদ্ধের পক্ষে ভোট দিলেন টিউলিপ–রুশনারা

চেক জালিয়াতির মামলায় সাংবাদিকের ৫ মাসের কারাদণ্ড

ফারজানা রুপা ও শাকিলকে গ্রেপ্তারের বিষয়ে জাতিসংঘকে ব্যাখ্যা দিল সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত