নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা। আজ বৃহস্পতিবার দলটির সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে তিনি জমা দিয়েছেন। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সংসদ সদস্য সীমা।
সীমা বলেন, ‘আমি মনোনয়ন ফরম কিনে জমা দিয়ে দিয়েছি। এখন সিদ্ধান্ত কী হবে, নেত্রী (শেখ হাসিনা) যেদিন ঘোষণা করবেন, সেদিন জানা যাবে।’
কুমিল্লার প্রয়াত আওয়ামী লীগ নেতা আফজল খানের মেয়ে আঞ্জুম সুলতানা সীমা সর্বশেষ ২০১৭ সালে অনুষ্ঠিত কুসিক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন। সেখানে বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কুর কাছে ১১ হাজারেরও বেশি ভোটে পরাজিত হয়েছিলেন তিনি।
সেই সময় তাঁর অনুসারীদের দাবি ছিল, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বিরোধিতার কারণেই পরাজিত হয়েছেন সীমা। পরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচন হন তিনি। বর্তমানে একই দায়িত্বে রয়েছেন তিনি।
আগামী ১৫ জুন অনুষ্ঠিত কুসিক নির্বাচনে এখন পর্যন্ত ১৪ জন মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এদের মধ্যে আঞ্জুম সুলতানা সীমার ভাই মাসুদ পারভেজ খানও রয়েছেন। আগামী শুক্রবার আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে প্রার্থিতা চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।
কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন
গত সোমবার আজকের পত্রিকার সঙ্গে আলাপকালে সীমা জানিয়েছিলেন সংসদ সদস্য হওয়ায় আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনবেন না। তবে সেই সময় জানিয়েছিলেন দলের হাইকমান্ড অনুমতি দিলেই তিনি মনোনয়ন ফরম কিনবেন।
আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহের আগে হাইকমান্ডের সঙ্গে কথা হয়েছিল কিনা—এমন প্রশ্নের জবাবে আজ বুধবার আঞ্জুম সুলতানা সীমা বলেন, ‘বলেছিলাম। সব কথাতো এখন বলা যাবে না। এত কথা যদি আগেই নিয়ে নেন, তাহলে ওইদিনের (মনোনয়ন ঘোষণার দিন) জন্য কি থাকল? কিছু রাখেন।’
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা। আজ বৃহস্পতিবার দলটির সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে তিনি জমা দিয়েছেন। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সংসদ সদস্য সীমা।
সীমা বলেন, ‘আমি মনোনয়ন ফরম কিনে জমা দিয়ে দিয়েছি। এখন সিদ্ধান্ত কী হবে, নেত্রী (শেখ হাসিনা) যেদিন ঘোষণা করবেন, সেদিন জানা যাবে।’
কুমিল্লার প্রয়াত আওয়ামী লীগ নেতা আফজল খানের মেয়ে আঞ্জুম সুলতানা সীমা সর্বশেষ ২০১৭ সালে অনুষ্ঠিত কুসিক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন। সেখানে বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কুর কাছে ১১ হাজারেরও বেশি ভোটে পরাজিত হয়েছিলেন তিনি।
সেই সময় তাঁর অনুসারীদের দাবি ছিল, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বিরোধিতার কারণেই পরাজিত হয়েছেন সীমা। পরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচন হন তিনি। বর্তমানে একই দায়িত্বে রয়েছেন তিনি।
আগামী ১৫ জুন অনুষ্ঠিত কুসিক নির্বাচনে এখন পর্যন্ত ১৪ জন মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এদের মধ্যে আঞ্জুম সুলতানা সীমার ভাই মাসুদ পারভেজ খানও রয়েছেন। আগামী শুক্রবার আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে প্রার্থিতা চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।
কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন
গত সোমবার আজকের পত্রিকার সঙ্গে আলাপকালে সীমা জানিয়েছিলেন সংসদ সদস্য হওয়ায় আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনবেন না। তবে সেই সময় জানিয়েছিলেন দলের হাইকমান্ড অনুমতি দিলেই তিনি মনোনয়ন ফরম কিনবেন।
আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহের আগে হাইকমান্ডের সঙ্গে কথা হয়েছিল কিনা—এমন প্রশ্নের জবাবে আজ বুধবার আঞ্জুম সুলতানা সীমা বলেন, ‘বলেছিলাম। সব কথাতো এখন বলা যাবে না। এত কথা যদি আগেই নিয়ে নেন, তাহলে ওইদিনের (মনোনয়ন ঘোষণার দিন) জন্য কি থাকল? কিছু রাখেন।’
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:
নারায়ণগঞ্জের ফতুল্লায় ইসদাইর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ২০টি ছোট বসতঘর। গতকাল সোমবার (২৮ জুলাই) রাত ১০টার দিকে একটি টিনশেড ঘরে আগুনের সূত্রপাত ঘটে। পরে আশপাশের ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।
২৯ মিনিট আগেঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাটে মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় মো. আলতাফ হোসেন (৫৭) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢোলারহাট বাজারের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। আলতাফ হোসেন সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর গ্রামের আবু হানিফ মুন্সির ছেলে।
৪০ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে শামসুদ্দোহা (৬৫) নামের এক বৃদ্ধকে এলোপাতাড়ি গুলি করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগেগোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে চালক নিহত হন। আহত হয়েছেন অন্তত ১০ যাত্রী। তাঁদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। গতকাল সোমবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার দিকনগর ইউনিয়নের বরইতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে