নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে একটি বাসা থেকে দেশি অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে নগরের বায়েজিদ থানার কুলগাঁও খলিল শাহ মাজারসংলগ্ন তিন রাস্তার মোড় এলাকার একটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার নগরীর দামপাড়ায় সিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের তথ্য জানায় পুলিশ। এ সময় জানানো হয়, গ্রেপ্তারকৃতরা তিনটি হত্যা মামলার আসামি এবং তালিকাভুক্ত সন্ত্রাসী ছোট সাজ্জাদের সহযোগী।
পুলিশ জানায়, খলিল শাহ মাজারসংলগ্ন তিন রাস্তার মোড়ে মো. ইউসুফ নামের এক ব্যক্তির ভবনের দ্বিতীয় তলায় একটি কক্ষে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন কয়েকজন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পরে সেখানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. আসিফ (২২), মো. হাসান (২০), মো. ফয়সাল (১৯), আজিম উদ্দিন (২৩), রিফাদ (১৯) ও মো. জুয়েল (২০)।
সংবাদ সম্মেলনে সিএমপি মুখপাত্র ও অপরাধ-অভিযান বিভাগের উপকমিশনার মো. রইছ উদ্দিন বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন সময়ে বায়েজিদ বোস্তামী থানা এলাকার বিভিন্ন জায়গায় পথচারীদের মারধর করে মোবাইল ফোন, টাকাপয়সাসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে আসছিলেন। সন্ত্রাসী ছোট সাজ্জাদের নেতৃত্বে তাঁরা এসব অপরাধ করে আসছেন। ঘটনার সময় গ্রেপ্তার আসিফের নেতৃত্বে তাঁরা এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদ ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। তাঁদের বিরুদ্ধে এর আগেও চুরি, ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।
অভিযানে আসামিদের হেফাজতে থাকা ডাকাতির কাজে ব্যবহৃত একটি দেশীয় অস্ত্র, তিনটি হাঁসুয়া, ছয়টি কিরিচ, দুটি চায়নিজ কুড়াল, দুটি কাটার, একটি ড্রিল মেশিন, একটি ইলেকট্রিক শট, একটি মনিটর, আটটি এটিএম কার্ডসহ একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে রইছ উদ্দিন বলেন, গত ২৩ জানুয়ারি থেকে অপরাধপ্রবণ এলাকাগুলোতে বিশেষ অভিযান চালানো হচ্ছে। চোর-ছিনতাইকারী ধরতে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকেও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এ ক্ষেত্রে আমরা সফলতা পেয়েছি।
গত পাঁচ দিনে মোট ১৩১ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছি এবং বিভিন্ন জুয়ার আসরে অভিযান চালিয়ে ৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বেশ কিছু মাদক কারবারিকে গ্রেপ্তার এবং মাদক উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
গণ-অভ্যুত্থানের পর অপরাধ জগতে আলোচনায় আসেন সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ। কথায় কথায় গুলি ছোড়ার স্বভাব তাঁর। এলাকার আধিপত্য বিস্তার নিয়ে গত তিন মাসের ব্যবধানে তিনটি হত্যাকাণ্ড সংঘটন ও ১০ মামলার আসামি সাজ্জাদ চট্টগ্রাম নগরীতে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত।
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে একটি বাসা থেকে দেশি অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে নগরের বায়েজিদ থানার কুলগাঁও খলিল শাহ মাজারসংলগ্ন তিন রাস্তার মোড় এলাকার একটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার নগরীর দামপাড়ায় সিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের তথ্য জানায় পুলিশ। এ সময় জানানো হয়, গ্রেপ্তারকৃতরা তিনটি হত্যা মামলার আসামি এবং তালিকাভুক্ত সন্ত্রাসী ছোট সাজ্জাদের সহযোগী।
পুলিশ জানায়, খলিল শাহ মাজারসংলগ্ন তিন রাস্তার মোড়ে মো. ইউসুফ নামের এক ব্যক্তির ভবনের দ্বিতীয় তলায় একটি কক্ষে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন কয়েকজন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পরে সেখানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. আসিফ (২২), মো. হাসান (২০), মো. ফয়সাল (১৯), আজিম উদ্দিন (২৩), রিফাদ (১৯) ও মো. জুয়েল (২০)।
সংবাদ সম্মেলনে সিএমপি মুখপাত্র ও অপরাধ-অভিযান বিভাগের উপকমিশনার মো. রইছ উদ্দিন বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন সময়ে বায়েজিদ বোস্তামী থানা এলাকার বিভিন্ন জায়গায় পথচারীদের মারধর করে মোবাইল ফোন, টাকাপয়সাসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে আসছিলেন। সন্ত্রাসী ছোট সাজ্জাদের নেতৃত্বে তাঁরা এসব অপরাধ করে আসছেন। ঘটনার সময় গ্রেপ্তার আসিফের নেতৃত্বে তাঁরা এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদ ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। তাঁদের বিরুদ্ধে এর আগেও চুরি, ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।
অভিযানে আসামিদের হেফাজতে থাকা ডাকাতির কাজে ব্যবহৃত একটি দেশীয় অস্ত্র, তিনটি হাঁসুয়া, ছয়টি কিরিচ, দুটি চায়নিজ কুড়াল, দুটি কাটার, একটি ড্রিল মেশিন, একটি ইলেকট্রিক শট, একটি মনিটর, আটটি এটিএম কার্ডসহ একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে রইছ উদ্দিন বলেন, গত ২৩ জানুয়ারি থেকে অপরাধপ্রবণ এলাকাগুলোতে বিশেষ অভিযান চালানো হচ্ছে। চোর-ছিনতাইকারী ধরতে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকেও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এ ক্ষেত্রে আমরা সফলতা পেয়েছি।
গত পাঁচ দিনে মোট ১৩১ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছি এবং বিভিন্ন জুয়ার আসরে অভিযান চালিয়ে ৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বেশ কিছু মাদক কারবারিকে গ্রেপ্তার এবং মাদক উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
গণ-অভ্যুত্থানের পর অপরাধ জগতে আলোচনায় আসেন সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ। কথায় কথায় গুলি ছোড়ার স্বভাব তাঁর। এলাকার আধিপত্য বিস্তার নিয়ে গত তিন মাসের ব্যবধানে তিনটি হত্যাকাণ্ড সংঘটন ও ১০ মামলার আসামি সাজ্জাদ চট্টগ্রাম নগরীতে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত।
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৫ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
৫ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
৫ ঘণ্টা আগে