কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় চলতি দাখিল পরীক্ষার একটি কেন্দ্রে পরীক্ষার্থীর দেহ তল্লাশিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও শিক্ষককের ওপর হামলার ঘটনায় পরীক্ষাকেন্দ্র স্থানান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কুমিল্লা জেলা প্রশাসন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কুমিল্লা নগরীর চকবাজার আলিয়া মাদ্রাসায় দাখিল পরীক্ষার কেন্দ্রটি সরিয়ে নগরীর রাজগঞ্জ বজ্রপুর ইউসুফ হাইস্কুলে নেওয়া হয়েছে। পরীক্ষার সময় কুমিল্লা আলিয়া মাদ্রাসার শিক্ষকদের দায়িত্বের বদলে কুমিল্লা জিলা স্কুল, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ইউসুফ হাইস্কুলের শিক্ষকেরা অন্য পরীক্ষাগুলো নেবেন।
মাদ্রাসার অধ্যক্ষ ও স্থানীয় সূত্রে জানান যায়, গতকাল সোমবার বেলা ১১টায় দাখিলের পৌরনীতি, কৃষিশিক্ষা, গার্হস্থ্যবিজ্ঞান, উর্দু, ফারসি, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে পরীক্ষার সময় নির্ধারণ ছিল। পরীক্ষা শুরুর ৪৫ মিনিট আগে শিক্ষকেরা মাদ্রাসা ফটকের সামনে দাখিল পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করছিলেন। এ নিয়ে কয়েকজন পরীক্ষার্থী শিক্ষকদের সঙ্গে খারাপ আচরণ করে। একপর্যায়ে ওই পরীক্ষার্থীরা শিক্ষকদের ওপর হামলা চালায়। এ সময় কুমিল্লা আলিয়া মাদ্রাসার শিক্ষক কামরুল ইসলাম শিকদার মাথায় গুরুতর আঘাত পান। এই ঘটনার পর কুমিল্লা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে ওই কেন্দ্রে পরীক্ষা দিতে আসা দৌলতপুর দারুল আমান হাতিমিয়া আলিম মাদ্রাসা, ইটাল্লা দাখিল মাদ্রাসা ও ভুতুয়া শ্রীপুর মাদ্রাসার পরীক্ষার্থীদের সংঘর্ষ বাঁধে।
পরে খবর পেয়ে কুমিল্লার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ শওকত ওসমান ও আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া আফরিন ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে শান্ত করেন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। বেলা ১টায় পরীক্ষা শেষে মারামারির অভিযোগে দৌলতপুর দারুল আমান হাতিমিয়া আলিম মাদ্রাসা, ইটাল্লা দাখিল মাদ্রাসা ও ভুতুয়া শ্রীপুর মাদ্রাসার ছয়জন পরীক্ষার্থীকে জেলা প্রশাসকের দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে এনে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
কুমিল্লা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্রসচিব মো. আবদুল মতিন বলেন, ‘কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরিবর্তন করা হয়েছে। নতুন কেন্দ্র দাখিল পরীক্ষার্থীরা আরও চারটি বিষয়ে পরীক্ষা দেবে। আগামী ৩ অক্টোবর শেষ হচ্ছে দাখিলের সব পরীক্ষা।’
আদর্শ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন বলেন, ‘কেন্দ্রে বিশৃঙ্খলা ও হামলায় চালিয়ে শিক্ষকদের আহত করা হয়। আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় কেন্দ্র স্থানান্তর করে কুমিল্লা ইউসুফ হাইস্কুল কেন্দ্রে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে বাকি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।’
এ ব্যাপারে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘কেন্দ্রে বিশৃঙ্খলা ও শিক্ষকের ওপর হামলার ঘটনায় কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ মনে করে স্থানান্তর করা হয়েছে। এ বিষয়ে সবাইকে অবহিত করা হয়েছে।’
কুমিল্লায় চলতি দাখিল পরীক্ষার একটি কেন্দ্রে পরীক্ষার্থীর দেহ তল্লাশিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও শিক্ষককের ওপর হামলার ঘটনায় পরীক্ষাকেন্দ্র স্থানান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কুমিল্লা জেলা প্রশাসন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কুমিল্লা নগরীর চকবাজার আলিয়া মাদ্রাসায় দাখিল পরীক্ষার কেন্দ্রটি সরিয়ে নগরীর রাজগঞ্জ বজ্রপুর ইউসুফ হাইস্কুলে নেওয়া হয়েছে। পরীক্ষার সময় কুমিল্লা আলিয়া মাদ্রাসার শিক্ষকদের দায়িত্বের বদলে কুমিল্লা জিলা স্কুল, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ইউসুফ হাইস্কুলের শিক্ষকেরা অন্য পরীক্ষাগুলো নেবেন।
মাদ্রাসার অধ্যক্ষ ও স্থানীয় সূত্রে জানান যায়, গতকাল সোমবার বেলা ১১টায় দাখিলের পৌরনীতি, কৃষিশিক্ষা, গার্হস্থ্যবিজ্ঞান, উর্দু, ফারসি, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে পরীক্ষার সময় নির্ধারণ ছিল। পরীক্ষা শুরুর ৪৫ মিনিট আগে শিক্ষকেরা মাদ্রাসা ফটকের সামনে দাখিল পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করছিলেন। এ নিয়ে কয়েকজন পরীক্ষার্থী শিক্ষকদের সঙ্গে খারাপ আচরণ করে। একপর্যায়ে ওই পরীক্ষার্থীরা শিক্ষকদের ওপর হামলা চালায়। এ সময় কুমিল্লা আলিয়া মাদ্রাসার শিক্ষক কামরুল ইসলাম শিকদার মাথায় গুরুতর আঘাত পান। এই ঘটনার পর কুমিল্লা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে ওই কেন্দ্রে পরীক্ষা দিতে আসা দৌলতপুর দারুল আমান হাতিমিয়া আলিম মাদ্রাসা, ইটাল্লা দাখিল মাদ্রাসা ও ভুতুয়া শ্রীপুর মাদ্রাসার পরীক্ষার্থীদের সংঘর্ষ বাঁধে।
পরে খবর পেয়ে কুমিল্লার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ শওকত ওসমান ও আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া আফরিন ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে শান্ত করেন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। বেলা ১টায় পরীক্ষা শেষে মারামারির অভিযোগে দৌলতপুর দারুল আমান হাতিমিয়া আলিম মাদ্রাসা, ইটাল্লা দাখিল মাদ্রাসা ও ভুতুয়া শ্রীপুর মাদ্রাসার ছয়জন পরীক্ষার্থীকে জেলা প্রশাসকের দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে এনে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
কুমিল্লা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্রসচিব মো. আবদুল মতিন বলেন, ‘কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরিবর্তন করা হয়েছে। নতুন কেন্দ্র দাখিল পরীক্ষার্থীরা আরও চারটি বিষয়ে পরীক্ষা দেবে। আগামী ৩ অক্টোবর শেষ হচ্ছে দাখিলের সব পরীক্ষা।’
আদর্শ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন বলেন, ‘কেন্দ্রে বিশৃঙ্খলা ও হামলায় চালিয়ে শিক্ষকদের আহত করা হয়। আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় কেন্দ্র স্থানান্তর করে কুমিল্লা ইউসুফ হাইস্কুল কেন্দ্রে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে বাকি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।’
এ ব্যাপারে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘কেন্দ্রে বিশৃঙ্খলা ও শিক্ষকের ওপর হামলার ঘটনায় কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ মনে করে স্থানান্তর করা হয়েছে। এ বিষয়ে সবাইকে অবহিত করা হয়েছে।’
গুলশানে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করেছেন চালকেরা। আজ শনিবার গুলশান ও আশপাশের বিভিন্ন সড়কে এই বিক্ষোভ হয়। চালকদের দাবি, ব্যাটারিচালিত রিকশা চালানো প্যাডেলচালিত রিকশার তুলনায় সহজ, জমা কম এবং আয় বেশি। ফলে এটি তাঁদের জীবিকার জন্য বেশি উপযোগী।
১৪ মিনিট আগেসাবেক এমপি ও বিএনপি নেতা নাছির উদ্দিন চৌধুরীর দ্বিতীয় স্ত্রী ও দুই মেয়েকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে তাঁর ভাই বিএনপি নেতা মাসুক চৌধুরী ও মিলন চৌধুরীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাতে সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরের বাসায় নাছির চৌধুরীর সামনেই এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগেশেরপুরের শ্রীবরদীতে মো. আব্দুল মুন্নাফ নামে এক ছাত্রদল নেতা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেছেন। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার পৌরসভার বাহার বাজারে এক সাধারণ সভার মাধ্যমে তিনি জামায়াতে যোগদান করেন। ওই সভায় তিনি জনসম্মুখে সহযোগী সদস্য ফরম পূরণ করে জামায়াতে ইসলামীর শেরপুর জেলা আমিরের কাছে জমা
৩১ মিনিট আগেভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগ ও গ্যাসভিত্তিক শিল্পকারখানা স্থাপনের দাবিতে ইন্ট্রাকোর গ্যাস বহনকারী একটি গাড়ি আটকে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) ইন্ট্রাকো গ্রুপের এলপিজি গ্যাসভর্তি একটি কাভার্ড ভ্যান ঢাকা যাওয়ার পথে রাত ১১টার দিকে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনা
১ ঘণ্টা আগে