নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ধর্মীয় অনুভূতিতে আঘাত, অগ্নিসংযোগ, হত্যাচেষ্টাসহ নানা অভিযোগের মামলায় বর্তমানে কারাগারে আছেন রাউজানের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী। আজ বুধবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ফারাজ করিমের বাবা ফজলে করিম টাইলস করা মেঝেতে তোশক বিছিয়ে কাঁথামুড়ি দিয়ে শুয়ে আছেন। ছবিটির ক্যাপশনে লেখা, ‘ক্ষমতা কখনই চিরস্থায়ী নয়। তবুও মানুষ অহংকার করে, জুলুম করে।’
ছবিটি চট্টগ্রাম কারাগার থেকে তোলা বলে দাবি করা হয়েছে ফেসবুক ও বেশ কয়েকটি সংবাদমাধ্যমে। তবে ছবিটি কারাগারের নয় বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মঞ্জুর হোসেন।
মুহাম্মদ মঞ্জুর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ভাইরাল ছবিটি আমিও দেখেছি। চট্টগ্রামে কারাগারে এ রকম কোনো কক্ষ নেই। এটি এডিটেড অথবা সরকার পতনের পর গোপনে কোথাও থাকার ছবি।’
আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের যাচাইয়ে দেখা যায়, ছবিটি এডিটেড হওয়ার সম্ভাবনা কম। তবে ছবিটি কারা ছড়িয়েছে এটি নিশ্চিত হওয়া যায়নি। একটি সূত্র জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার সময় বিজিবির হাতে আটক হওয়ার আগের ছবি হতে পারে এটি।
গত ২৬ সেপ্টেম্বর দুই দিনের রিমান্ড শেষে এ বি এম ফজলে করিম চৌধুরীকে চট্টগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে গত ১২ সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে তাঁকে আটকের কথা জানায় বিজিবি। সেদিন বিজিবি জানায়, ‘অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা’ করলে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে আখাউড়া থানায় হস্তান্তর করে বিজিবি। সেখান থেকে ফজলে করিমকে পাঠানো হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে।
সবশেষ গত ১৯ সেপ্টেম্বর হেলিকপ্টারে তাঁকে চট্টগ্রামে আনা হয়। হত্যা, অপহরণ, মুক্তিপণ আদায়, হত্যাচেষ্টা, অস্ত্র দিয়ে ফাঁসানো, অস্ত্রের মুখে জমি লিখিয়ে নেওয়া, ভাঙচুর, দখলসহ বিভিন্ন অভিযোগে এখন পর্যন্ত ফজলে করিমের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় অন্তত ১০টি মামলা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যায়।
ধর্মীয় অনুভূতিতে আঘাত, অগ্নিসংযোগ, হত্যাচেষ্টাসহ নানা অভিযোগের মামলায় বর্তমানে কারাগারে আছেন রাউজানের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী। আজ বুধবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ফারাজ করিমের বাবা ফজলে করিম টাইলস করা মেঝেতে তোশক বিছিয়ে কাঁথামুড়ি দিয়ে শুয়ে আছেন। ছবিটির ক্যাপশনে লেখা, ‘ক্ষমতা কখনই চিরস্থায়ী নয়। তবুও মানুষ অহংকার করে, জুলুম করে।’
ছবিটি চট্টগ্রাম কারাগার থেকে তোলা বলে দাবি করা হয়েছে ফেসবুক ও বেশ কয়েকটি সংবাদমাধ্যমে। তবে ছবিটি কারাগারের নয় বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মঞ্জুর হোসেন।
মুহাম্মদ মঞ্জুর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ভাইরাল ছবিটি আমিও দেখেছি। চট্টগ্রামে কারাগারে এ রকম কোনো কক্ষ নেই। এটি এডিটেড অথবা সরকার পতনের পর গোপনে কোথাও থাকার ছবি।’
আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের যাচাইয়ে দেখা যায়, ছবিটি এডিটেড হওয়ার সম্ভাবনা কম। তবে ছবিটি কারা ছড়িয়েছে এটি নিশ্চিত হওয়া যায়নি। একটি সূত্র জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার সময় বিজিবির হাতে আটক হওয়ার আগের ছবি হতে পারে এটি।
গত ২৬ সেপ্টেম্বর দুই দিনের রিমান্ড শেষে এ বি এম ফজলে করিম চৌধুরীকে চট্টগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে গত ১২ সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে তাঁকে আটকের কথা জানায় বিজিবি। সেদিন বিজিবি জানায়, ‘অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা’ করলে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে আখাউড়া থানায় হস্তান্তর করে বিজিবি। সেখান থেকে ফজলে করিমকে পাঠানো হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে।
সবশেষ গত ১৯ সেপ্টেম্বর হেলিকপ্টারে তাঁকে চট্টগ্রামে আনা হয়। হত্যা, অপহরণ, মুক্তিপণ আদায়, হত্যাচেষ্টা, অস্ত্র দিয়ে ফাঁসানো, অস্ত্রের মুখে জমি লিখিয়ে নেওয়া, ভাঙচুর, দখলসহ বিভিন্ন অভিযোগে এখন পর্যন্ত ফজলে করিমের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় অন্তত ১০টি মামলা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যায়।
পুলিশি হেফাজত থেকে যুবক পালিয়ে যাওয়ার ঘটনায় আজ বুধবার বরিশাল স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির দুই কর্মকর্তাসহ চারজনকে প্রত্যাহার করা হয়েছে। কর্মকর্তারা হলেন উপপরিদর্শক (এসআই) রেজা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুব। বাকি দুজন কনস্টেবল।
২৬ মিনিট আগেসিরাজগঞ্জে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিহত শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫)। আজ বুধবার রাত সোয়া ১০টার দিকে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সরাতৈল গ্রামে সরাতৈল মাদ্রাসা মাঠে জানাজা হয়। পরে তাঁকে দাফন করা হয় পাশের জান্নাতুল বাকি...
২৮ মিনিট আগেশিক্ষার মান উন্নয়নে শিল্প খাতের মতামত জরুরি উল্লেখ করে বিশিষ্টজনেরা বলেছেন, শিক্ষার সঙ্গে শিল্প ও চাকরির প্রয়োজনীয়তার মধ্যে বড় একটি ব্যবধান রয়েছে। তাই পাঠ্যক্রম উন্নয়ন, হাতে-কলমে শেখার সুযোগ ও ক্যারিয়ার গাইডেন্সের গুরুত্বপূর্ণ। রাজধানীর ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে...
১ ঘণ্টা আগেসাম্য খুনের ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ বলছে, তিনজনই মাদকসেবী। মঙ্গলবার রাতে তাঁরা সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েছিলেন মাদক সেবন করতে। এ সময় মোটরসাইকেল ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার একপর্যায়ে তাঁরা সাম্যকে ছুরিকাঘাতে....
১ ঘণ্টা আগে