Ajker Patrika

মেঝেতে শুয়ে থাকা ফজলে করিমের ছবি ভাইরাল, কারাগার নাকি অন্য কোথাও

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ২০: ০২
মেঝেতে শুয়ে থাকা ফজলে করিমের ছবি ভাইরাল, কারাগার নাকি অন্য কোথাও

ধর্মীয় অনুভূতিতে আঘাত, অগ্নিসংযোগ, হত্যাচেষ্টাসহ নানা অভিযোগের মামলায় বর্তমানে কারাগারে আছেন রাউজানের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী। আজ বুধবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ফারাজ করিমের বাবা ফজলে করিম টাইলস করা মেঝেতে তোশক বিছিয়ে কাঁথামুড়ি দিয়ে শুয়ে আছেন। ছবিটির ক্যাপশনে লেখা, ‘ক্ষমতা কখনই চিরস্থায়ী নয়। তবুও মানুষ অহংকার করে, জুলুম করে।’

ছবিটি চট্টগ্রাম কারাগার থেকে তোলা বলে দাবি করা হয়েছে ফেসবুক ও বেশ কয়েকটি সংবাদমাধ্যমে। তবে ছবিটি কারাগারের নয় বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মঞ্জুর হোসেন।

মুহাম্মদ মঞ্জুর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ভাইরাল ছবিটি আমিও দেখেছি। চট্টগ্রামে কারাগারে এ রকম কোনো কক্ষ নেই। এটি এডিটেড অথবা সরকার পতনের পর গোপনে কোথাও থাকার ছবি।’ 

আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের যাচাইয়ে দেখা যায়, ছবিটি এডিটেড হওয়ার সম্ভাবনা কম। তবে ছবিটি কারা ছড়িয়েছে এটি নিশ্চিত হওয়া যায়নি। একটি সূত্র জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার সময় বিজিবির হাতে আটক হওয়ার আগের ছবি হতে পারে এটি। 

গত ২৬ সেপ্টেম্বর দুই দিনের রিমান্ড শেষে এ বি এম ফজলে করিম চৌধুরীকে চট্টগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে গত ১২ সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে তাঁকে আটকের কথা জানায় বিজিবি। সেদিন বিজিবি জানায়, ‘অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা’ করলে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে আখাউড়া থানায় হস্তান্তর করে বিজিবি। সেখান থেকে ফজলে করিমকে পাঠানো হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে। 

সবশেষ গত ১৯ সেপ্টেম্বর হেলিকপ্টারে তাঁকে চট্টগ্রামে আনা হয়। হত্যা, অপহরণ, মুক্তিপণ আদায়, হত্যাচেষ্টা, অস্ত্র দিয়ে ফাঁসানো, অস্ত্রের মুখে জমি লিখিয়ে নেওয়া, ভাঙচুর, দখলসহ বিভিন্ন অভিযোগে এখন পর্যন্ত ফজলে করিমের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় অন্তত ১০টি মামলা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত