Ajker Patrika

চাঁদপুরে আজ ১৫ ঘণ্টা কারফিউ শিথিল

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ২৮ জুলাই ২০২৪, ১৪: ৩১
Thumbnail image

চাঁদপুরে চলমান কারফিউ পর্যায়ক্রমে শিথিল করা হচ্ছে। আজ রোববার ভোর ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। গতকাল শনিবার রাতে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত জেলা প্রশাসনের পক্ষে এ তথ্য নিশ্চিত করেন।

ইউএনও বলেন, জেলা প্রশাসনের সিদ্ধান্তের আলোকে প্রতিদিন এক ঘণ্টা করে কারফিউ শিথিলের সময় বাড়ছে।

এদিকে কারফিউর স্বাভাবিক সময়ে চাঁদপুরে সব ধরনের যানবাহন চলাচল শুরু হয়েছে। বিশেষ করে শহর অঞ্চলে আগের মতো যানবাহন চলাচল প্রায় স্বাভাবিক। জেলার বাইরে থেকেও আসছে পণ্যবাহী পরিবহন। এসব যানবাহন ও জনসাধারণের সার্বিক নিরাপত্তায় শহরের গুরুত্বপূর্ণ সড়কে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।

অন্দিযকে যাত্রীদের সুবিধার্থে চাঁদপুর-ঢাকা, চাঁদপুর-নারায়ণগঞ্জ নৌপথে আগের নির্ধারিত সময়ে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত