Ajker Patrika

চকরিয়ায় জেলে সেজে খালে পুলিশের অবস্থান, ইয়াবার বড় চালান আটক

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১৪: ৫০
চকরিয়ায় জেলে সেজে খালে পুলিশের অবস্থান, ইয়াবার বড় চালান আটক

কক্সবাজারের চকরিয়ায় বহলতলী খালে জেলে সেজে অবস্থান নিয়ে ইয়াবা বড়ির বড় চালান আটক করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার খুটাখালী ইউনিয়নে এই ঘটনা ঘটে। পুলিশ বলছে, আটক করা ৫ ড্রামে ১২ লাখ ৫০ হাজার ইয়াবা বড়ি থাকতে পারে। 

 ৫ ড্রাম ইয়াবা বড়ি আটকের বিষয়ে আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি বলেন, ‘কক্সবাজার পুলিশের এটি এযাবৎকালের সবচেয়ে বড় ইয়াবার চালান আটকের ঘটনা। এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

ওসি মোহাম্মদ আলী বলেন, গতকাল সারা রাত চকরিয়া থানা-পুলিশের একাধিক টিম জেলে সেজে বহলতলী খালে অবস্থান নেয়। আজ ভোর থেকে কয়েকটি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবার চালান আটক করা হয়। ৫টি ড্রামের ভেতর ১২৫ বান্ডিল ইয়াবা বড়ি রয়েছে। 

 ১২৫ বান্ডিলের মধ্যে আনুমানিক ১২ লাখ ৫০ হাজার ইয়াবা রয়েছে বলে জানান ওসি মোহাম্মদ আলী। তিনি বলেন, ‘এখন গণনা চলছে। বিকেলে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করে জানানো হবে। সবচেয়ে বড় ইয়াবার চালান আটক করতে সক্ষম হয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত