Ajker Patrika

ময়মনসিংহে জাতীয় সাহিত্য ফাউন্ডেশনের নতুন কমিটির অভিষেক 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ময়মনসিংহে জাতীয় সাহিত্য ফাউন্ডেশনের নতুন কমিটির অভিষেক 

জাতীয় সাহিত্য ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে জেলা পরিষদের শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। জাতীয় সাহিত্য ফাউন্ডেশনের সভাপতি মির্জা হজরত সাঈজী অনুষ্ঠান উদ্বোধন করেন। জাতীয় সাহিত্য ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতীয় সাহিত্য ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অহনা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শিশু সাহিত্যিক ফারুক নওয়াজ। উপস্থিত ছিলেন কবি সোহরাব পাশা, কবি স.ম শামসুল আলম, ছড়াকার সরকার জসিম, কবি মাহমুদ আল মামুন, কবি অর্ণব আশিক, কবি আসাদ উল্লাহ, গল্পকার নাহিদ হাসান রবিন, কবি মামুন রশিদ, কবি আলম মাহবুব, প্রতিদিনের কাগজের সম্পাদক মাহমুদুল হাসান রতন প্রমুখ।

কবি পারভেজ শিহাবের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় সাহিত্য ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কবি আমিনুল শাহ এবং জাতীয় সাহিত্য ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক রাহাতুল রাফি। 

আলোচনা শেষে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত ফোকলোরবিদ কবি আমিনুর রহমান সুলতানকে সংবর্ধনা দেওয়া হয়। 

আলোচনা শেষে ১০ জন তরুণ কবি ও লেখকের বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বইগুলো হলো—সুস্থির রঞ্জন সরকারের কাব্যগ্রন্থ ‘এক কাপ রং চা’, পঙ্কজ পালের ‘বৃষ্টির সকাল’, রঞ্জিত সরকারের ‘খেরো খাতার এক পাতা’, জারমিন কোমা সৌহেলীর গল্পগ্রন্থ ‘একটি লাশের যাত্রা’, বিনয় দেবনাথের কাব্যগ্রন্থ ‘সেই করে তোমায় দেখেছিলাম’, আইয়ুব আলীর গীতিকাব্য ‘আইয়ুব গীতি’, মাহমুদ আল মামুনের কাব্যগ্রন্থ ‘শব্দে শব্দে যুদ্ধ’ এবং অহনা নাসরিনের ‘একজন আগন্তুক ও একটি সানগ্লাস’। 

এরপর আমন্ত্রিত অতিথি ও ময়মনসিংহের স্থানীয় কবি ও লেখকেরা তাদের স্বরচিত কবিতা আবৃত্তি করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত