Ajker Patrika

ফরিদগঞ্জে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
ফরিদগঞ্জে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে দায়চারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মৃতরা হলো—ওই বাড়ির মো. কাউসার পাটওয়ারী ও নাজমা দম্পতির মেয়ে নুরজাহান (৬) ও নুহা আক্তার (৫)। দুই বোনের মৃত্যুর ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। দুই মেয়েকে একসঙ্গে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন তাদের মা নাজমা বেগম। 

মৃতদের বাবা মো. কাউসার পাটওয়ারী বলেন, ‘দুপুরে আমার সন্তান সম্ভবা স্ত্রী রান্নার কাজে ব্যস্ত ছিল। আমার মায়ের কাছে দুই শিশু গোসল করার কথা বললে একটু পরে তাদের গোসল করিয়ে দেবেন বলে অপেক্ষা করতে বলেন। তারা দাদির জন্য অপেক্ষা না করে ঘরের পাশেই ঘাট দিয়ে পুকুরে নেমে যায়। তারা পুকুরের পানিতে ডুবে যায়। এ সময় আমাদের এক ফুফু ছালেহা বেগম ওই ঘাট দিয়ে গোসল করতে নামলে তাদের মরদেহ পায়ের সঙ্গে লাগে। এ সময় তিনি চিৎকার দিলে আমরা এসে দুজনকেই পানির নিচ থেকে উদ্ধার করি। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। শিশু দুটির পরিবারের কোনো অভিযোগ না থানায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত