Ajker Patrika

সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় পর্যটকের মৃত্যু, আহত ২

প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় পর্যটকের মৃত্যু, আহত ২

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় মো. মাহবুব (১৯) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। এতে আরও দুই পর্যটক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় উপজেলার পৌর সদর রেল স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত মাহবুব মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার হাসকান্দি মধ্যেরচর গ্রামের দুলাল মিয়ার ছেলে এবং মুন্সিগঞ্জের সিরাজদিখান খাইসখান্দি ইসলামীয়া দাখিল মাদ্রাসার ছাত্র।

নিহত মাহবুবের দুই বন্ধু মো. সবুজ ও হাসান জানান, সীতাকুণ্ডের পর্যটন এলাকায় বেড়ানোর জন্য মাদ্রাসা থেকে তাঁরা ১০ জন বন্ধু বের হন। বৃহস্পতিবার সকালে ঢাকা মেইলে করে তাঁরা সীতাকুণ্ডের পৌর সদরের রেলওয়ে স্টেশনে নামেন। তাঁরা স্টেশনের ভুল পাশে (রং সাইডে) এসে নামার পরপরই ঢাকামুখী দ্রুতগামী সুবর্ণ এক্সপ্রেসের ধাক্কা লাগে। এতে ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মাহবুবের মৃত্যু হয়। এ ছাড়া গুরুতর আহত হন তাঁদের সঙ্গে থাকা আরও দুজন।

সীতাকুণ্ড জিআরপি ফাঁড়ির ইনচার্জ তোফাজ্জল বলেন, রং সাইডে অসতর্ক হয়ে দাঁড়ানোর কারণে সুবর্ণ এক্সপ্রেসের ধাক্কায় ওই পর্যটক মারা যান। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

বরিশাল-৩ আসনে বিএনপির দুই হেভিওয়েট নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত