বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক আওয়ামী লীগ নেতাকে টেঁটা মেরে হত্যা করা হয়েছে। আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলা ছলিমাবাদ ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র তাতুয়াকান্দি গ্রামের ইকবাল (৫০) ও সাবেক ইউপি সদস্য অলির (৪০) বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে আজ সন্ধ্যায় ইকবালের পক্ষের লোকেরা অলির বাড়িতে টেঁটা ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় মুখ ও শরীরের বেশ কয়েকটি স্থানে টেঁটার আঘাতে জখম হন অলি। স্থানীয়রা তাঁকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অলির স্ত্রী হাসি বেগম বলেন, ‘জাহাঙ্গীর, ইকবাল, মিজানসহ তাঁদের বাহিনীর সবাই আমার স্বামীকে ঘিরে ফেলে। এরপর তাঁকে এলোপাতাড়ি কোপানো হয়। আঘাত করা হয় টেটা দিয়ে। আমি স্বামী হত্যার বিচার চাই।’
অলির ছেলে ছেলে মারুফ বলেন, ‘বাবার ওপরে অতর্কিতে হামলা চালায়। আমি ছোট মানুষ, আমাকে ধরতে পারেনি। আমাকেও টেঁটা দিয়ে আঘাত করা হয়েছে। আমার চোখের সামনে আমার বাবাকে হত্যা করেছে তারা।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মণিরঞ্জন সাথি বলেন, ‘আমাদের কাছে আনার আগেই তিনি মারা গেছেন। তাঁর পায়ের ও হাতের রগ কেটে গেছে। মুখে ও সারা শরীরে রয়েছে টেঁটার আঘাতের চিহ্ন।’ মুখে একটি টেঁটা বিদ্ধ অবস্থায়ই অলিকে হাসপাতালে আনা হয় বলে জানান ওই চিকিৎসক।
জানতে চাইলে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল মিয়া আজকের পত্রিকা বলেন, ‘অলি মেম্বার ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। পূর্ব শত্রুতা জের ধরে প্রতিপক্ষ হামলা চালিয়ে থাকতে পারে। কয়েক বছর আগে তাদের ড্রেজার ব্যবসা নিয়েও সংঘর্ষ হয়েছিল।’
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদিন বলেন, ‘আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করব। এ নিয়ে এখনো কেউ আটক আছেন কি না তা থানা থেকে খোঁজ নিয়ে জানতে হবে।’
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক আওয়ামী লীগ নেতাকে টেঁটা মেরে হত্যা করা হয়েছে। আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলা ছলিমাবাদ ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র তাতুয়াকান্দি গ্রামের ইকবাল (৫০) ও সাবেক ইউপি সদস্য অলির (৪০) বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে আজ সন্ধ্যায় ইকবালের পক্ষের লোকেরা অলির বাড়িতে টেঁটা ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় মুখ ও শরীরের বেশ কয়েকটি স্থানে টেঁটার আঘাতে জখম হন অলি। স্থানীয়রা তাঁকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অলির স্ত্রী হাসি বেগম বলেন, ‘জাহাঙ্গীর, ইকবাল, মিজানসহ তাঁদের বাহিনীর সবাই আমার স্বামীকে ঘিরে ফেলে। এরপর তাঁকে এলোপাতাড়ি কোপানো হয়। আঘাত করা হয় টেটা দিয়ে। আমি স্বামী হত্যার বিচার চাই।’
অলির ছেলে ছেলে মারুফ বলেন, ‘বাবার ওপরে অতর্কিতে হামলা চালায়। আমি ছোট মানুষ, আমাকে ধরতে পারেনি। আমাকেও টেঁটা দিয়ে আঘাত করা হয়েছে। আমার চোখের সামনে আমার বাবাকে হত্যা করেছে তারা।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মণিরঞ্জন সাথি বলেন, ‘আমাদের কাছে আনার আগেই তিনি মারা গেছেন। তাঁর পায়ের ও হাতের রগ কেটে গেছে। মুখে ও সারা শরীরে রয়েছে টেঁটার আঘাতের চিহ্ন।’ মুখে একটি টেঁটা বিদ্ধ অবস্থায়ই অলিকে হাসপাতালে আনা হয় বলে জানান ওই চিকিৎসক।
জানতে চাইলে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল মিয়া আজকের পত্রিকা বলেন, ‘অলি মেম্বার ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। পূর্ব শত্রুতা জের ধরে প্রতিপক্ষ হামলা চালিয়ে থাকতে পারে। কয়েক বছর আগে তাদের ড্রেজার ব্যবসা নিয়েও সংঘর্ষ হয়েছিল।’
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদিন বলেন, ‘আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করব। এ নিয়ে এখনো কেউ আটক আছেন কি না তা থানা থেকে খোঁজ নিয়ে জানতে হবে।’
নোয়াখালীর সুবর্ণচরে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে সমন্বিত মৎস্য খামার। মাছ চাষের পাশাপাশি একই স্থানে হাঁস-মুরগি ও গবাদিপশু পালন করে বেশ ভালো লাভ করছেন খামারিরা। তবে অর্থনৈতিক সুবিধার আড়ালে স্বাস্থ্য ও পরিবেশের জন্য এক অদৃশ্য হুমকি হয়ে উঠেছে সমন্বিত এ খামারপদ্ধতি।
২ ঘণ্টা আগেবিশাল সেতু। তারই দুই পাশে পাড় দখল করে স্থাপনা নির্মাণের হিড়িক পড়েছে। কেউ নির্মাণ করছে বাড়ি। কেউ কেউ নির্মাণ করছে দোকানপাট। এ ছাড়া মাটি কেটে নিজেদের ইচ্ছামাফিক সীমানা তৈরি করে সেতুর জমি ভোগদখল করছে। স্থাপনা নির্মাণের জন্য কেউ কেউ সেতুর সিসি ব্লকও কেটে ফেলেছে।
২ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ছিলেন জান মোহাম্মদ। এই প্রতিষ্ঠানের খাদ্য পরিদর্শক ও সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিলা নাসরিন। এই দুজনের নেতৃত্বে গড়ে উঠেছে দুর্নীতির সিন্ডিকেট। এই সিন্ডিকেট ভাঙতে জান মোহাম্মদকে বদলি করা হয়েছে। তবে তিনি নতুন কর্মস্থলে যোগ না দিয়ে...
২ ঘণ্টা আগেফুটে আছে জারুল, কৃষ্ণচূড়া, হিজল, সোনালু, বন বেলি। দিনে ক্যাম্পাসজুড়ে এমন ফুল চোখে পড়ছে। আর রাতে আলোর রোশনাই। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে ভেতরে ঢুকলেই চোখে পড়বে আলোর ঝলকানি। প্রতিটি ভবনে করা হয়েছে লাল-নীল রঙের আলোকসজ্জা। এই চিত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)।
২ ঘণ্টা আগে