Ajker Patrika

ফরিদগঞ্জে বোনের বাড়ি থেকে তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
ফরিদগঞ্জে বোনের বাড়ি থেকে তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার

চাঁদপুরের ফরিদগঞ্জে বোনের স্বামীর বাড়ি থেকে ফরহাদ ভূঁইয়া (১৮) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের শোশাইরচর গ্রামে এই ঘটনা ঘটে। ফরহাদ ভূঁইয়া একই উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের তাম্রাশাসন গ্রামের মো. বাবুল ভূঁইয়ার ছেলে।

ফরহাদের ভাই কামরুল ভূঁইয়া বলেন, বড় বোন জান্নাতের স্বামীর বাড়ি শোশাইরচর গ্রামে। বোন ও ভগ্নিপতি ঢাকায় থাকেন। ফরহাদ পেশায় রাজমিস্ত্রির কাজ করতেন। তাঁকে বিদেশে পাঠানোর চেষ্টা চলছিল। গতকাল সোমবার সন্ধ্যায় তিনি ঢাকা থেকে বাড়ি আসেন। রাত ১০টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যায়নি।

কামরুল ভূঁইয়া আরও বলেন, আজ মঙ্গলবার ভোরে মোবাইল ফোনে তাঁদের বড় বোন জান্নাত আক্তার জানতে পারেন, ফরহাদের লাশ তাঁর স্বামীর বাড়িতে ঝুলছে। কী কারণে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে ফরিদগঞ্জ থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

রাতে গ্রেপ্তারের পর দুপুরে মুক্ত, পরে আবার গ্রেপ্তার তামান্না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত