Ajker Patrika

গোসলে নেমে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
গোসলে নেমে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

কক্সবাজারের চকরিয়া পৌরশহরে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম আবদুল্লাহ আস সাফওয়ান (৯)। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে পৌরশহরের চকরিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের পুকুরে এই ঘটনা ঘটে। 

সাফওয়ান চকরিয়া পৌরসভার সবুজবাগ আবাসিক এলাকার বাসিন্দা শাহারবিল বিএমএস উচ্চবিদ্যালয়ের শিক্ষক সরওয়ার উদ্দিন ও কোরালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সালেহা বেগম দম্পতির ছেলে। 

পুলিশ জানায়, আজ শুক্রবার সকাল ১০টার দিকে পৌর শহরের সবুজবাগ আবাসিক এলাকা থেকে সাফওয়ান ও কয়েকজন ছেলে খেলতে যায়। তারা দুই দলে ভাগ হয়ে চকরিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে ফুটবল খেলছিল। 

খেলার একপর্যায়ে স্কুলের পাশের পুকুরে গোসল করতে নামে ৭–৮ জন। এ সময় সাফওয়ান পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন পুকুরে খোঁজাখুঁজির পর উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এসব তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি আজকের পত্রিকাকে বলেন, পুকুরে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত