Ajker Patrika

মির্জাখীল দরবার শরিফের অনুসারীদের ঈদ উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক ,চট্টগ্রাম
চট্টগ্রামে ঈদুল ফিতরের নামাজ আদায়। ছবি: আজকের পত্রিকা
চট্টগ্রামে ঈদুল ফিতরের নামাজ আদায়। ছবি: আজকের পত্রিকা

দক্ষিণ চট্টগ্রামের প্রায় অর্ধশত গ্রামে আজ রোববার ঈদুল ফিতর উদ্‌যাপন করেছেন মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা। সৌদি আরবের সঙ্গে মিল রেখে এ ঈদ উদ্‌যাপন করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আজ সকাল ৯টায় সাতকানিয়ার মির্জাখীল দরবার শরিফের খানকাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন খানকার বর্তমান সাজ্জাদানশীন মাওলানা মুহাম্মদ মকছুদুর রহমান।

মির্জাখীল দরবার সূত্র জানায়, সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী, পটিয়া, আনোয়ারা, কর্ণফুলী ও বোয়ালখালী উপজেলার লক্ষাধিক মানুষ আজ ঈদ উদ্‌যাপন করেছেন। এ ছাড়া হাটহাজারী, সন্দ্বীপ, ফটিকছড়ি, বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, কক্সবাজারের চকরিয়া, টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়ার বেশ কয়েকটি গ্রামে মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা ঈদ উদ্‌যাপন করেছেন।

এ বিষয়ে মির্জাখীল দরবার শরিফের মেজো সাহেবজাদা মোহাম্মদ মছুদুর রহমান বলেন, ‘সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ আমরা ঈদুল ফিতর উদ্‌যাপন করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মাত্র তিনজনের জন্য লাখ লাখ মানুষ মরছে, কাদের কথা বললেন ট্রাম্প

জুয়ার বিজ্ঞাপনের প্রচার: আলোচিত টিকটকার জান্নাতের স্বামী তোহা কারাগারে

বৈশাখী মেলার নাগরদোলায় চড়িয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা

ঈদের ছুটিতে কৃষি প্রকল্পে পাতানো দরপত্র

বরিশালে ঘরের ফ্যানে ঝুলছিল স্বামীর লাশ, খাটের ওপর নিথর দেহ স্ত্রীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত