Ajker Patrika

মির্জাখীল দরবার শরিফের অনুসারীদের ঈদ উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে ঈদুল ফিতরের নামাজ আদায়। ছবি: আজকের পত্রিকা
চট্টগ্রামে ঈদুল ফিতরের নামাজ আদায়। ছবি: আজকের পত্রিকা

দক্ষিণ চট্টগ্রামের প্রায় অর্ধশত গ্রামে আজ রোববার ঈদুল ফিতর উদ্‌যাপন করেছেন মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা। সৌদি আরবের সঙ্গে মিল রেখে এ ঈদ উদ্‌যাপন করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আজ সকাল ৯টায় সাতকানিয়ার মির্জাখীল দরবার শরিফের খানকাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন খানকার বর্তমান সাজ্জাদানশীন মাওলানা মুহাম্মদ মকছুদুর রহমান।

মির্জাখীল দরবার সূত্র জানায়, সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী, পটিয়া, আনোয়ারা, কর্ণফুলী ও বোয়ালখালী উপজেলার লক্ষাধিক মানুষ আজ ঈদ উদ্‌যাপন করেছেন। এ ছাড়া হাটহাজারী, সন্দ্বীপ, ফটিকছড়ি, বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, কক্সবাজারের চকরিয়া, টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়ার বেশ কয়েকটি গ্রামে মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা ঈদ উদ্‌যাপন করেছেন।

এ বিষয়ে মির্জাখীল দরবার শরিফের মেজো সাহেবজাদা মোহাম্মদ মছুদুর রহমান বলেন, ‘সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ আমরা ঈদুল ফিতর উদ্‌যাপন করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

হাদির অবস্থা আশঙ্কাজনক, মস্তিষ্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত, ফুসফুসেও আঘাত: মেডিকেল বোর্ড

সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, যুদ্ধ চলমান: আইএসপিআর

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ