Ajker Patrika

ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ২১: ১৯
ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

পুকুরে পড়ে ছিল বিদ্যুতের ছেঁড়া তার। না জেনে সেই পুকুরে নেমে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল স্বামী-স্ত্রীর। মৃত ব্যক্তিরা হলেন মৃৎশিল্পী অর্জুন পাল (৭০) ও তাঁর স্ত্রী অঞ্জলী পাল (৫৫)। ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা দুজনের লাশ উদ্ধার করেন। 

আজ সোমবার চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের পশ্চিম লাড়ুয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলাউদ্দিন ভূঁইয়া। 

পরিবারের সদস্যরা জানান, বৃষ্টির কারণে রাতে আনন্দ পালের বাড়ির বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। আজ সকালে তাঁরা দেখতে পান পুকুরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে আছে। পরে পল্লী বিদ্যুৎ অফিসে বিষয়টি জানানো হয়। অর্জুন পালের ছোট ভাইয়ের স্ত্রী মিনু পাল জানান, বেলা সাড়ে ১১টার দিকে মাছ মরে ভাসতে দেখে তাঁর ভাশুর (অর্জুন পাল) পুকুরে নামেন। বেশ কিছুক্ষণ পরেও তিনি না ফেরায় পরিবারের সদস্যরা গিয়ে তাঁকে পুকুরে পড়ে থাকতে দেখেন। তাঁকে উদ্ধার করতে নেমে তাঁর স্ত্রীও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। 
খবর পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন বেলা ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত