কক্সবাজার প্রতিনিধি
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কক্সবাজারে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ রোববার সকাল থেকে সমুদ্রসৈকতে না নামতে সতর্কতা জারি করে মাইকিং করা হচ্ছে। ফলে পর্যটন নগরীতে বেড়াতে আসা পর্যটকেরা কক্সবাজার ছাড়তে শুরু করেছেন। তবে কেউ কেউ আবার ঝড় দেখতে কক্সবাজারে আসছেন বলে জানান পর্যটন সংশ্লিষ্টরা।
সকালে কক্সবাজার শহরের ডায়াবেটিক পয়েন্ট থেকে কলাতলী পর্যন্ত তিন কিলোমিটার সৈকতে জেলা প্রশাসন পর্যটকদের গোসলে না নামতে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে। পর্যটকদের সাগরে নামতে নিরুৎসাহিত করে মাইকিং করছে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ ও সি সেইফ লাইফ গার্ডের কর্মীরা। তারপরও পর্যটকদের মানানো যাচ্ছে না। অনেক পর্যটক অনুরোধ না মেনে বালিয়াড়িতে ভিড় করতে দেখা গেছে।
কলাতলী মেরিন ড্রাইভ হোটেল-রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান আজকের পত্রিকাকে বলেন, ‘গত শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটিতে ২০ হাজারের বেশি পর্যটক কক্সবাজার বেড়াতে এসেছেন। ঘূর্ণিঝড়ের সতর্কতা জারির পর শনিবার রাত থেকে পর্যটকেরা কক্সবাজার ছাড়ছেন। আবার অনেকেই ঝড় দেখতে আসছেন।’
পাঁচ তারকা মানের হোটেল কক্স টুডের ব্যবস্থাপক (রিজার্ভেশন) আবু তালেব শাহ বলেন, ‘হোটেলের ২২টি কক্ষে পর্যটক রয়েছে। গতকাল শনিবার ও আজ সকালে বেশ কিছু পর্যটক কক্সবাজার ছেড়েছেন।’
কক্সবাজার এনা ট্রান্সপোর্টের ব্যবস্থাপক আবু বক্কর ছিদ্দিক বলেন, ‘আজ রাতে কক্সবাজার ছাড়তে অনেকেই টিকিট করেছেন।’
জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান আজকের পত্রিকাকে বলেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। পর্যটকেরা যাতে উত্তাল সাগরে নামতে না পারে তার জন্য সতর্ক করা হচ্ছে। এ নিয়ে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও লাইফগার্ড কর্মীরা কাজ করছে।
এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কক্সবাজার বিমানবন্দর থেকে বিমান ওঠানামা বন্ধ ঘোষণা করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এ কারণে অনেকেই কক্সবাজার ছাড়তে পারছেন না। এ বিষয়ে বিমানবন্দরের ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম মর্তুজা আজকের পত্রিকাকে জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে না ওঠা পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকবে।
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কক্সবাজারে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ রোববার সকাল থেকে সমুদ্রসৈকতে না নামতে সতর্কতা জারি করে মাইকিং করা হচ্ছে। ফলে পর্যটন নগরীতে বেড়াতে আসা পর্যটকেরা কক্সবাজার ছাড়তে শুরু করেছেন। তবে কেউ কেউ আবার ঝড় দেখতে কক্সবাজারে আসছেন বলে জানান পর্যটন সংশ্লিষ্টরা।
সকালে কক্সবাজার শহরের ডায়াবেটিক পয়েন্ট থেকে কলাতলী পর্যন্ত তিন কিলোমিটার সৈকতে জেলা প্রশাসন পর্যটকদের গোসলে না নামতে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে। পর্যটকদের সাগরে নামতে নিরুৎসাহিত করে মাইকিং করছে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ ও সি সেইফ লাইফ গার্ডের কর্মীরা। তারপরও পর্যটকদের মানানো যাচ্ছে না। অনেক পর্যটক অনুরোধ না মেনে বালিয়াড়িতে ভিড় করতে দেখা গেছে।
কলাতলী মেরিন ড্রাইভ হোটেল-রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান আজকের পত্রিকাকে বলেন, ‘গত শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটিতে ২০ হাজারের বেশি পর্যটক কক্সবাজার বেড়াতে এসেছেন। ঘূর্ণিঝড়ের সতর্কতা জারির পর শনিবার রাত থেকে পর্যটকেরা কক্সবাজার ছাড়ছেন। আবার অনেকেই ঝড় দেখতে আসছেন।’
পাঁচ তারকা মানের হোটেল কক্স টুডের ব্যবস্থাপক (রিজার্ভেশন) আবু তালেব শাহ বলেন, ‘হোটেলের ২২টি কক্ষে পর্যটক রয়েছে। গতকাল শনিবার ও আজ সকালে বেশ কিছু পর্যটক কক্সবাজার ছেড়েছেন।’
কক্সবাজার এনা ট্রান্সপোর্টের ব্যবস্থাপক আবু বক্কর ছিদ্দিক বলেন, ‘আজ রাতে কক্সবাজার ছাড়তে অনেকেই টিকিট করেছেন।’
জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান আজকের পত্রিকাকে বলেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। পর্যটকেরা যাতে উত্তাল সাগরে নামতে না পারে তার জন্য সতর্ক করা হচ্ছে। এ নিয়ে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও লাইফগার্ড কর্মীরা কাজ করছে।
এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কক্সবাজার বিমানবন্দর থেকে বিমান ওঠানামা বন্ধ ঘোষণা করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এ কারণে অনেকেই কক্সবাজার ছাড়তে পারছেন না। এ বিষয়ে বিমানবন্দরের ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম মর্তুজা আজকের পত্রিকাকে জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে না ওঠা পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকবে।
ঠাকুরগাঁওয়ে গবাদিপশুর ভাইরাসজনিত লাম্পি স্কিন ডিজিজে (এলএসডি) আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে অন্তত ৭২টি গরু। গত প্রায় দুই মাসে এ গরুগুলোর মৃত্যু হয়েছে। একই সময়ে জেলার পাঁচটি উপজেলায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩৮০টি গরু।
১৪ মিনিট আগেটাঙ্গাইলের মধুপুরের চলতি মৌসুমে কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। প্রচন্ড গরমে কাঁঠাল পেকে যাওয়ায় বাজারে এ ফলের আধিক্য বেড়েছে। তবে রোদ-বৃষ্টির সাথে সাথে কাঁঠালের দাম ওঠা-নামা করায় বিপাকে পড়েছেন ব্যবসায়িরা। তবে কাঁঠালের দাম নাগালের মধ্যে থাকায় ভোক্তারা খুশি।
১৮ মিনিট আগেগাইবান্ধা ও কুড়িগ্রাম সীমান্তে তিস্তা নদীর ওপর নির্মাণ করা হয়েছে তিস্তা সেতু। নদীর নামের সঙ্গে মিলয়েই এ নামকরণ করা হয়েছে। এখন শুধু অপেক্ষা সেতুটি উদ্বোধনের। সেতুটি দিয়ে যান চলাচল শুরু করলেই গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের যাতায়াত আরও সহজ হবে। এলাকার উৎপাদিত পণ্য সারা দেশে...
৩১ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহের জেরে ইতি আক্তার (২৫) নামের এক নারী খুন হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত ওই নারীর স্বামী বিল্লাল হোসেনকে (৩২) আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৫ জুলাই) রাতে নারায়য়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি বাতানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে