Ajker Patrika

ঘূর্ণিঝড় রিমাল: কক্সবাজার ছাড়ছেন পর্যটকেরা, বিমান ওঠানামা বন্ধ

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২৭ মে ২০২৪, ০৮: ৩৯
ঘূর্ণিঝড় রিমাল: কক্সবাজার ছাড়ছেন পর্যটকেরা, বিমান ওঠানামা বন্ধ

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কক্সবাজারে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ রোববার সকাল থেকে সমুদ্রসৈকতে না নামতে সতর্কতা জারি করে মাইকিং করা হচ্ছে। ফলে পর্যটন নগরীতে বেড়াতে আসা পর্যটকেরা কক্সবাজার ছাড়তে শুরু করেছেন। তবে কেউ কেউ আবার ঝড় দেখতে কক্সবাজারে আসছেন বলে জানান পর্যটন সংশ্লিষ্টরা। 

সকালে কক্সবাজার শহরের ডায়াবেটিক পয়েন্ট থেকে কলাতলী পর্যন্ত তিন কিলোমিটার সৈকতে জেলা প্রশাসন পর্যটকদের গোসলে না নামতে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে। পর্যটকদের সাগরে নামতে নিরুৎসাহিত করে মাইকিং করছে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ ও সি সেইফ লাইফ গার্ডের কর্মীরা। তারপরও পর্যটকদের মানানো যাচ্ছে না। অনেক পর্যটক অনুরোধ না মেনে বালিয়াড়িতে ভিড় করতে দেখা গেছে।

কলাতলী মেরিন ড্রাইভ হোটেল-রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান আজকের পত্রিকাকে বলেন, ‘গত শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটিতে ২০ হাজারের বেশি পর্যটক কক্সবাজার বেড়াতে এসেছেন। ঘূর্ণিঝড়ের সতর্কতা জারির পর শনিবার রাত থেকে পর্যটকেরা কক্সবাজার ছাড়ছেন। আবার অনেকেই ঝড় দেখতে আসছেন।’ 

সমুদ্রসৈকতে না নামতে সতর্কতা জারি করে মাইকিং। ছবি: আজকের পত্রিকা পাঁচ তারকা মানের হোটেল কক্স টুডের ব্যবস্থাপক (রিজার্ভেশন) আবু তালেব শাহ বলেন, ‘হোটেলের ২২টি কক্ষে পর্যটক রয়েছে। গতকাল শনিবার ও আজ সকালে বেশ কিছু পর্যটক কক্সবাজার ছেড়েছেন।’ 

কক্সবাজার এনা ট্রান্সপোর্টের ব্যবস্থাপক আবু বক্কর ছিদ্দিক বলেন, ‘আজ রাতে কক্সবাজার ছাড়তে অনেকেই টিকিট করেছেন।’ 
 
সমুদ্রসৈকতে না নামতে সতর্কতা জারি করে মাইকিং। ছবি: আজকের পত্রিকা জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান আজকের পত্রিকাকে বলেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। পর্যটকেরা যাতে উত্তাল সাগরে নামতে না পারে তার জন্য সতর্ক করা হচ্ছে। এ নিয়ে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও লাইফগার্ড কর্মীরা কাজ করছে।

সমুদ্রসৈকতে না নামতে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে প্রশাসন। ছবি: আজকের পত্রিকা এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কক্সবাজার বিমানবন্দর থেকে বিমান ওঠানামা বন্ধ ঘোষণা করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এ কারণে অনেকেই কক্সবাজার ছাড়তে পারছেন না। এ বিষয়ে বিমানবন্দরের ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম মর্তুজা আজকের পত্রিকাকে জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে না ওঠা পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত