দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
ফেনীর দাগনভূঞায় খেলার সময় মাঠে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার জায়লস্কর ইউনিয়নের পশ্চিম ধর্মপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—পশ্চিম ধর্মপুর গ্রামের আমিন উল্লাহ মৌলিভী বাড়ির আলা উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম নিলয় (৫) ও একই বাড়ির ছালাহ উদ্দিনের মেয়ে নাজিফা আক্তার (৭)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে নিলয় ও নাফিজা বাড়ির পাশের মাঠে খেলতে যায়। মাঠে পড়ে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তার স্পর্শ করলে শিশু দুটি বিদ্যুতায়িত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান শিশু দুটির মৃত্যুর বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করে বলেন, বিদ্যুতায়িত দুটি শিশু নিহত হওয়ার বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মাঠে তার ছিঁড়ে থাকার বিষয়ে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাওলাদার মো. ফজলুর রহমান বলেন, ‘আমরা বিষয়টি অবগত হয়েছি। গুরুত্বের সঙ্গে তা তদন্ত করা হবে। এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কারও গাফিলতির প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
ফেনীর দাগনভূঞায় খেলার সময় মাঠে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার জায়লস্কর ইউনিয়নের পশ্চিম ধর্মপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—পশ্চিম ধর্মপুর গ্রামের আমিন উল্লাহ মৌলিভী বাড়ির আলা উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম নিলয় (৫) ও একই বাড়ির ছালাহ উদ্দিনের মেয়ে নাজিফা আক্তার (৭)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে নিলয় ও নাফিজা বাড়ির পাশের মাঠে খেলতে যায়। মাঠে পড়ে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তার স্পর্শ করলে শিশু দুটি বিদ্যুতায়িত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান শিশু দুটির মৃত্যুর বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করে বলেন, বিদ্যুতায়িত দুটি শিশু নিহত হওয়ার বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মাঠে তার ছিঁড়ে থাকার বিষয়ে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাওলাদার মো. ফজলুর রহমান বলেন, ‘আমরা বিষয়টি অবগত হয়েছি। গুরুত্বের সঙ্গে তা তদন্ত করা হবে। এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কারও গাফিলতির প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
গাজীপুরের টঙ্গীতে নিজ বাসায় দুই শিশুকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পরদিন শনিবার বিকেলে ওই শিশুদের বাবা আব্দুল বাতেন বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় হত্যা মামলা দায়ের করেন। অজ্ঞাত ব্যক্তি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
৬ মিনিট আগেচাঁদপুরে পৃথক অভিযানে পৌরসভার সাবেক চেয়ারম্যান ইউসুফ গাজীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল শুক্রবার রাতে গোয়েন্দা পুলিশ ও যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
৮ মিনিট আগেমানিকগঞ্জের ঘিওরে আওয়ামী লীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। শনিবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
১০ মিনিট আগেঝটিকা পরিদর্শনে আজ শনিবার সকালের দিকে তুরাগ থানায় হাজির হয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সেখানে অভিযোগ নিয়ে আসা বৃদ্ধের সঙ্গে তাঁর কথোপকথন বিরল দৃশ্যের অবতারণা করল।
২৭ মিনিট আগে