Ajker Patrika

ফেনী-১ এর সব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধারা

পরশুরাম (ফেনী) প্রতিনিধি
ফেনী-১ এর সব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধারা

ফেনী-১ (ছাগলনাইয়া–পরশুরাম–ফুলগাজী) আসনে সব ধরনের উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধারা। উদ্বোধনী নাম ফলকে ওপরে নাম থাকবে বীর মুক্তিযোদ্ধার, আর সংসদ সদস্যের নাম থাকবে নিচে। 

আজ সোমবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব কথা বলেন সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। এর আগে এলজিইডির উপজেলা প্রকৌশলী এস এম শাহ আলম ভূঁইয়ার কয়েকটি রাস্তার উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানালে তিনি এই সিদ্ধান্ত জানান। 

আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেন, ‘মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের সম্মান করা আমাদের দায়িত্ব। দেশে বিভিন্ন সময়ে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধি সৃষ্টি হবে, কিন্তু মুক্তিযোদ্ধা সৃষ্টি হবে না। তাই মুক্তিযোদ্ধারা যত দিন বেঁচে থাকবেন, তত দিন তাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে।’ 

উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা হাবিব শাপলার পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন–বিনা প্রতিদ্বন্দ্বিতায় নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আহাম্মদ মজুমদার, ভাইস চেয়ারম্যান এম সফিকুল হোসেন মহিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুর রহমান, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত