Ajker Patrika

দাউদকান্দিতে হুইলচেয়ারে বসে থাকা বৃদ্ধকে কোদালের আঘাতে হত্যা

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ১৩ জুন ২০২৩, ১৮: ৩৬
দাউদকান্দিতে হুইলচেয়ারে বসে থাকা বৃদ্ধকে কোদালের আঘাতে হত্যা

কুমিল্লার দাউদকান্দিতে জমি নিয়ে বিরোধের জেরে হুইলচেয়ারে বসা আমির হোসেন (৬৫) নামের এক বৃদ্ধকে কোদালের আঘাতে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে উপজেলার টামটা গ্রামে এই ঘটনা ঘটে।

এই ঘটনার একটি ভিডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়েছে। আমির হোসেন উপজেলার টামটা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্ত পল্লি চিকিৎসক নাছির হোসেনসহ (৫৫) পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটক অন্যরা হলেন একই গ্রামের শামীম, শাহাদাত, সিয়াম ও সিহাব।

ফেসবুকে ছড়িয়ে পড়া ৪৮ সেকেন্ডের ভিডিও ক্লিপে দেখা যায়, বাড়ির সামনে হুইলচেয়ারে বসে আছেন আমির হোসেন। এ সময় কোদাল দিয়ে ঘাড়ে আঘাত করেন নাছির। তাতে আমির হুইলচেয়ার থেকে পড়ে যান। এরপর কোদাল দিয়ে আরও কয়েকটি আঘাত করে নাছির চলে যান। পরে স্থানীয়রা গিয়ে আমিরকে মৃত অবস্থায় পান।

এ বিষয়ে জানতে চাইলে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, আমির হোসেনের সঙ্গে নাছিরের জমি নিয়ে বিরোধ চলছিল। সম্পর্কে তাঁরা মামাতো-ফুপাতো ভাই। এ হত্যার ঘটনায় নাছিরসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত