সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডের ইকোপার্ক ও বোটানিক্যাল গার্ডেনের সুপ্তধরা ঝরনায় বেড়াতে এসে পাহাড়ি ঢলে আটকা পড়া দুই পর্যটককে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস সদস্যরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টায় তাঁদের ঝরনার ভেতরে থাকা পাহাড়ি ছড়ার পাশ থেকে উদ্ধার করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. নুরুল আলম দুলাল।
উদ্ধার হওয়া দুই পর্যটক হলেন ঢাকার ধানমন্ডি বিআরপি এলাকার এস এন করিমের ছেলে ডা. আরফিন (৩৫) ও চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার আব্দুর রশিদের ছেলে মুহাম্মদ মনির উদ্দীন (৩৪)।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. নুরুল আলম দুলাল আজকের পত্রিকাকে বলেন, গতকাল বেলা দেড়টার দিকে সুপ্তধারা ঝরনা দেখতে ঢাকা থেকে ১২ সদস্যের একদল পর্যটক আসেন। টানা বৃষ্টিপাতের কারণে সুপ্তধারা ঝরনার ছড়া পানিতে পরিপূর্ণ হয়ে ওঠে। কিন্তু পর্যটকেরা তা উপেক্ষা করে ঝরনায় চলে যায়। সন্ধ্যায় ফেরার পথে পাহাড়ি ঢলের পানি হু হু করে বাড়লে তাঁদের মধ্য থাকা দুই পর্যটক পথ হারিয়ে ফেলেন। একপর্যায়ে তাঁরা পাহাড়ি ছড়ায় নামা ঢলের পানিতে আটকা পরে।
এ সময় আটকা পড়া দুই পর্যটক সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন নম্বরে ফোন করে তাঁদের উদ্ধারের সহায়তা চান। এরপর তাঁরা আটকা পড়া দুই পর্যটককে উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী টিম নিয়ে কাজ শুরু করেন। আটকা পড়ার আট ঘণ্টা পর গতকাল রাত সাড়ে ৯টায় পাহাড়ি ঢল কিছুটা কমলে তারা দুই পর্যটককে উদ্ধার করেন।
ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. নুরুল আলম দুলাল বলেন, পাহাড়ি ঢলে আটকা পড়া দুই পর্যটক শারীরিকভাবে সুস্থ ছিলেন। উদ্ধারের পর আটকা পড়া পর্যটক মনির উদ্দীন আজ বুধবার সকালে চট্টগ্রাম ফিরে গেছেন। এ ছাড়া অপর পর্যটক ডা. আরফিনকে সীতাকুণ্ডের যে আবাসিক হোটেলে উঠেছেন সেখানে তাঁকে পৌঁছে দেওয়া হয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডের ইকোপার্ক ও বোটানিক্যাল গার্ডেনের সুপ্তধরা ঝরনায় বেড়াতে এসে পাহাড়ি ঢলে আটকা পড়া দুই পর্যটককে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস সদস্যরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টায় তাঁদের ঝরনার ভেতরে থাকা পাহাড়ি ছড়ার পাশ থেকে উদ্ধার করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. নুরুল আলম দুলাল।
উদ্ধার হওয়া দুই পর্যটক হলেন ঢাকার ধানমন্ডি বিআরপি এলাকার এস এন করিমের ছেলে ডা. আরফিন (৩৫) ও চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার আব্দুর রশিদের ছেলে মুহাম্মদ মনির উদ্দীন (৩৪)।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. নুরুল আলম দুলাল আজকের পত্রিকাকে বলেন, গতকাল বেলা দেড়টার দিকে সুপ্তধারা ঝরনা দেখতে ঢাকা থেকে ১২ সদস্যের একদল পর্যটক আসেন। টানা বৃষ্টিপাতের কারণে সুপ্তধারা ঝরনার ছড়া পানিতে পরিপূর্ণ হয়ে ওঠে। কিন্তু পর্যটকেরা তা উপেক্ষা করে ঝরনায় চলে যায়। সন্ধ্যায় ফেরার পথে পাহাড়ি ঢলের পানি হু হু করে বাড়লে তাঁদের মধ্য থাকা দুই পর্যটক পথ হারিয়ে ফেলেন। একপর্যায়ে তাঁরা পাহাড়ি ছড়ায় নামা ঢলের পানিতে আটকা পরে।
এ সময় আটকা পড়া দুই পর্যটক সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন নম্বরে ফোন করে তাঁদের উদ্ধারের সহায়তা চান। এরপর তাঁরা আটকা পড়া দুই পর্যটককে উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী টিম নিয়ে কাজ শুরু করেন। আটকা পড়ার আট ঘণ্টা পর গতকাল রাত সাড়ে ৯টায় পাহাড়ি ঢল কিছুটা কমলে তারা দুই পর্যটককে উদ্ধার করেন।
ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. নুরুল আলম দুলাল বলেন, পাহাড়ি ঢলে আটকা পড়া দুই পর্যটক শারীরিকভাবে সুস্থ ছিলেন। উদ্ধারের পর আটকা পড়া পর্যটক মনির উদ্দীন আজ বুধবার সকালে চট্টগ্রাম ফিরে গেছেন। এ ছাড়া অপর পর্যটক ডা. আরফিনকে সীতাকুণ্ডের যে আবাসিক হোটেলে উঠেছেন সেখানে তাঁকে পৌঁছে দেওয়া হয়েছে।
আজ ২৩ জুলাই, ২০২৫। ২০০২ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন্নাহার হলে ছাত্রীদের ওপর তৎকালীন পুলিশ বাহিনী বর্বরোচিত হামলা চালায়। পূর্ববর্তী সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত হল প্রাধ্যক্ষকে সরানোর ঘটনাকে কেন্দ্র করে সেদিন গভীর রাতে শামসুন্নাহার হলের গেট ভেঙে সাধারণ ছাত্রীদের ওপর এই হামলা চালান
১৬ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘অনেকে ভাবছেন, আমাদের লড়াই শেষ হয়ে গেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমাদের লড়াই এখনো শেষ হয়নি। আমাদের সামনে দীর্ঘ পথ, দীর্ঘ লড়াই। সেই পথে আমাদের ঐক্যবদ্ধভাবে এগোতে হবে।’
২৩ মিনিট আগেচট্টগ্রাম বন্দরে তিন বছর আগে মিথ্যা ঘোষণায় বিপুল পরিমাণ বিদেশি মদ ও সিগারেট আমদানির ঘটনায় একটি ব্যাগ ও লাগেজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের ভারতীয় চার কর্মকর্তাকে আসামি করে মামলা করেছিল কাস্টমস কর্তৃপক্ষ। তদন্তে ওই আমদানির সঙ্গে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের কোনো সম্পৃক্ততা না পাওয়ায় তাঁদের মামলা থেকে অব্যাহত
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাড়ির মালিক জজ মিয়াকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে রূপগঞ্জ থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগে