Ajker Patrika

ময়মনসিংহের যুবকের মৃতদেহ মিলল নোয়াখালীতে

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ২২: ২০
Thumbnail image

নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার একটি বিল থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর সঙ্গে থাকা মোবাইলের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে তাঁর নাম আবুল বাশার (২২), বাড়ি ময়মনসিংহে। 

আজ শুক্রবার বিকেলে সোনাইমুড়ীর বরলা এলাকার রেললাইনের পশ্চিম পাশের একটি ডোবা থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত আবুল বাশার ময়মনসিংহ জেলার দোবাউরা থানার দুধনই এলাকার আবুল কাশেমের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বরলা গ্রামের রেললাইনের পশ্চিম পাশের একটি বিলের মধ্যে ভাসমান অবস্থায় এক যুবকের মৃতদেহ দেখতে পায় লোকজন। বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। তবে ঘটনাস্থলে কেউ মৃতদেহটি শনাক্ত করতে পারেনি। 

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে। প্রথমে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া না গেলেও তাঁর পরনের লুঙিতে গুজানো থাকা মোবাইলের সূত্র ধরে পরবর্তীকালে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। 

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, তিনি এ এলাকায় শ্রমিকের কাজ করতরন। ধারণা করা হচ্ছে, বন্যার সময় মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে। মৃতদেহের অবস্থা দেখে বোঝা যাচ্ছে, ঘটনাটি তিন–চার দিন আগের হবে। ময়মনসিংহ থেকে নিহতের পরিবারের সদস্যরা আসছেন। ময়নাতদন্ত শেষে মৃতদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত