তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার তিতাস উপজেলায় বড় ভাইয়ের উৎসাহে ড্রাগন ফলের চাষ করেন প্রবাসফেরত মো. আব্দুল জলিল (৩৭)। গত বছর তিনি ৩০ শতক জমিতে ৬০০ চারা রোপণ করে ড্রাগন চাষ শুরু করেন। ওই বছরই ফল ধরতে শুরু করে। কিন্তু ফলন হয় পরিমাণে কম। এ বছর প্রতিটি গাছে ফল ধরেছে ৩ থেকে ৪টি, যা ওজনে এক কেজি হয়।
সরেজমিন উপজেলার ভিটিকান্দি গ্রামে অবস্থিত ড্রাগন ফলের বাগানের গিয়ে দেখা যায়, আব্দুল জলিল পাইকারি ব্যবসায়ীকে নিয়ে বাগানে প্রবেশ করছেন। এ সময় সাংবাদিক দেখে তিনি তড়িঘড়ি করে গাছ থেকে ড্রাগন পেরে খেতে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন।
আলাপকালে আব্দুল জলিল বলেন, ‘আমার বড় ভাই দেলোয়ার হোসেন পলাশ ঢাকায় ব্যবসা করেন। তিনি আমাকে ড্রাগন ফল চাষে উৎসাহিত করেন। তাঁর পরামর্শে আমি ময়মনসিংহ কৃষি ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিয়ে গত বছর ৩০ শতক জমিতে ৬০০ চারা রোপণ করি। গত বছরই ফল ধরতে শুরু করে। তবে পরিমাণে কম ফলন হয়। এ বছর প্রতিটি গাছে ফল ধরেছে ৩ থেকে ৪টি, যা ওজনে এক কেজি হয়। এখন পর্যন্ত কোনো ফল বিক্রি করিনি। আত্মীয়স্বজন ও মেহমানদের দিয়েছি। আজ পাইকারি ব্যবসায়ী এসেছেন, ৩০০ টাকা কেজি দাম বলছেন।
ড্রাগন চাষের জন্য জমিতে কী কী সার ব্যবহার করছেন জানতে চাইলে তিনি বলেন, চারা রোপণ করার সময় শুধু জৈব সার দিয়েছি। আর কোনো সার ব্যবহার করিনি। তবু ফলন ভালো হয়েছে। আগামীতে আরও দুই কানি (৬০ শতক) জমিতে ড্রাগন চাষ করব।
ভিটিকান্দি গ্রামের বাসিন্দা আবদুল্লাহ মেম্বার বলেন, জলিল তাঁর ভাইয়ের পরামর্শে ড্রাগন চাষ শুরু করেন। এখন তিনি একজন সফল চাষি। বাগানে প্রচুর ফল ধরেছে, ফলটি খুব সুস্বাদু। পলাশ ভাইয়ের নির্দেশ রয়েছে, বাগানে যে আসবে তাকেই যেন ফল দেওয়া হয়। বড় ভাইয়ের কথামতো তাই করছেন জলিল।
এ বিষয়ে দেলোয়ার হোসেন পলাশ বলেন, ‘ঢাকায় বসবাসকারী এক প্রতিবেশী আমার শাশুড়িকে ড্রাগন ফলের গাছ দেন। আমার শাশুড়ি ছাদের একটি টবে তা রোপণ করেন এবং তাতে ফলও আসে। এ দেখে আমার ড্রাগন চাষে আগ্রহ হয়। তাই প্রবাসফেরত ছোট ভাইকে ৩০ শতক জমির ওপর ড্রাগন চাষ করতে সব ব্যবস্থা করে দেই। এ বছর প্রতিটি গাছে ফল ধরেছে, দেখে ভালোই লাগছে। আশা করছি ধানের আবাদ থেকে অনেক লাভজনক হবে। আগামীতে আরও দুই কানি (৬০ শতক) জমিতে ড্রাগন চাষের প্রস্তুতি নিচ্ছি।’
তিতাস উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালাহ উদ্দিন বলেন, ‘অন্য ফসলের তুলনায় ড্রাগন চাষ লাভজনক। চারা লাগানোর এক বছরের মধ্যে ফল আসতে শুরু করে। দেলোয়ার হোসেন পলাশ গত বছর এই ড্রাগন চাষ শুরু করেন। বাগানটি তাঁর ছোট ভাই দেখাশোনা করেন।
ফলটির পুষ্টিগুণ, আকার-আকৃতি ও দামের কারণে বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। ক্যাকটাস-জাতীয় গাছ হওয়ায় রোগবালাইও কম হয়। তাই কৃষি বিভাগের সহায়তা নিয়ে যে কেউ বাণিজ্যিকভাবে ড্রাগন চাষ শুরু করতে পারেন।
কুমিল্লার তিতাস উপজেলায় বড় ভাইয়ের উৎসাহে ড্রাগন ফলের চাষ করেন প্রবাসফেরত মো. আব্দুল জলিল (৩৭)। গত বছর তিনি ৩০ শতক জমিতে ৬০০ চারা রোপণ করে ড্রাগন চাষ শুরু করেন। ওই বছরই ফল ধরতে শুরু করে। কিন্তু ফলন হয় পরিমাণে কম। এ বছর প্রতিটি গাছে ফল ধরেছে ৩ থেকে ৪টি, যা ওজনে এক কেজি হয়।
সরেজমিন উপজেলার ভিটিকান্দি গ্রামে অবস্থিত ড্রাগন ফলের বাগানের গিয়ে দেখা যায়, আব্দুল জলিল পাইকারি ব্যবসায়ীকে নিয়ে বাগানে প্রবেশ করছেন। এ সময় সাংবাদিক দেখে তিনি তড়িঘড়ি করে গাছ থেকে ড্রাগন পেরে খেতে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন।
আলাপকালে আব্দুল জলিল বলেন, ‘আমার বড় ভাই দেলোয়ার হোসেন পলাশ ঢাকায় ব্যবসা করেন। তিনি আমাকে ড্রাগন ফল চাষে উৎসাহিত করেন। তাঁর পরামর্শে আমি ময়মনসিংহ কৃষি ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিয়ে গত বছর ৩০ শতক জমিতে ৬০০ চারা রোপণ করি। গত বছরই ফল ধরতে শুরু করে। তবে পরিমাণে কম ফলন হয়। এ বছর প্রতিটি গাছে ফল ধরেছে ৩ থেকে ৪টি, যা ওজনে এক কেজি হয়। এখন পর্যন্ত কোনো ফল বিক্রি করিনি। আত্মীয়স্বজন ও মেহমানদের দিয়েছি। আজ পাইকারি ব্যবসায়ী এসেছেন, ৩০০ টাকা কেজি দাম বলছেন।
ড্রাগন চাষের জন্য জমিতে কী কী সার ব্যবহার করছেন জানতে চাইলে তিনি বলেন, চারা রোপণ করার সময় শুধু জৈব সার দিয়েছি। আর কোনো সার ব্যবহার করিনি। তবু ফলন ভালো হয়েছে। আগামীতে আরও দুই কানি (৬০ শতক) জমিতে ড্রাগন চাষ করব।
ভিটিকান্দি গ্রামের বাসিন্দা আবদুল্লাহ মেম্বার বলেন, জলিল তাঁর ভাইয়ের পরামর্শে ড্রাগন চাষ শুরু করেন। এখন তিনি একজন সফল চাষি। বাগানে প্রচুর ফল ধরেছে, ফলটি খুব সুস্বাদু। পলাশ ভাইয়ের নির্দেশ রয়েছে, বাগানে যে আসবে তাকেই যেন ফল দেওয়া হয়। বড় ভাইয়ের কথামতো তাই করছেন জলিল।
এ বিষয়ে দেলোয়ার হোসেন পলাশ বলেন, ‘ঢাকায় বসবাসকারী এক প্রতিবেশী আমার শাশুড়িকে ড্রাগন ফলের গাছ দেন। আমার শাশুড়ি ছাদের একটি টবে তা রোপণ করেন এবং তাতে ফলও আসে। এ দেখে আমার ড্রাগন চাষে আগ্রহ হয়। তাই প্রবাসফেরত ছোট ভাইকে ৩০ শতক জমির ওপর ড্রাগন চাষ করতে সব ব্যবস্থা করে দেই। এ বছর প্রতিটি গাছে ফল ধরেছে, দেখে ভালোই লাগছে। আশা করছি ধানের আবাদ থেকে অনেক লাভজনক হবে। আগামীতে আরও দুই কানি (৬০ শতক) জমিতে ড্রাগন চাষের প্রস্তুতি নিচ্ছি।’
তিতাস উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালাহ উদ্দিন বলেন, ‘অন্য ফসলের তুলনায় ড্রাগন চাষ লাভজনক। চারা লাগানোর এক বছরের মধ্যে ফল আসতে শুরু করে। দেলোয়ার হোসেন পলাশ গত বছর এই ড্রাগন চাষ শুরু করেন। বাগানটি তাঁর ছোট ভাই দেখাশোনা করেন।
ফলটির পুষ্টিগুণ, আকার-আকৃতি ও দামের কারণে বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। ক্যাকটাস-জাতীয় গাছ হওয়ায় রোগবালাইও কম হয়। তাই কৃষি বিভাগের সহায়তা নিয়ে যে কেউ বাণিজ্যিকভাবে ড্রাগন চাষ শুরু করতে পারেন।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা—বিশেষ করে ক্যাফেটেরিয়া, অদম্য বাংলা, কটকা, লেকসাইড ওয়াকওয়ে, ছাত্রী হল রোড, খাজা গেট এলাকায় দলবদ্ধভাবে ঘোরাফেরা করছে কুকুর। এতে এসব স্থানে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে জানান শিক্ষক-শিক্ষার্থীরা।
৭ মিনিট আগেঢাকার আশুলিয়ায় উল্টো পথে চলা একটি অটোরিকশা লরির নিচে চাপা পড়ে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন আলতাফ (৫০), নূরজাহান (২৪) ও শিশু আব্দুল্লাহ (৪)। দুর্ঘটনাটি ঘটে রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদের সামনে।
১ ঘণ্টা আগেপৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যকুল সরদারপাড়ায় সরেজমিন ঘুরে দেখা গেছে, বাড়িঘরে পানি ঢুকে পড়েছে, তলিয়ে গেছে চলাচলের একমাত্র পথ। ১ নম্বর ওয়ার্ডের সাহাপাড়া খ্রিষ্টান মিশনের পাশের সড়কেও পানি উঠে এসেছে।
১ ঘণ্টা আগেপার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বিশিষ্ট কূটনীতিক সুপ্রদীপ চাকমা বলেছেন, ‘আজকের এই কৃষি যন্ত্রপাতি হস্তান্তর শুধু যন্ত্র সরবরাহ নয়, এটি রাষ্ট্রের প্রতিশ্রুতি ও দায়বদ্ধতার প্রতিফলন। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে সমতল হোক কিংবা পাহাড়—কোথাও খাদ্যঘাটতির জায়গা থাকবে না।’
১ ঘণ্টা আগে