Ajker Patrika

১০ বছরে ৫৯ হাজার হিন্দু বাংলাদেশ ছেড়ে ভারতে গেছে: বিশ্ব হিন্দু ফেডারেশন

রাঙামাটি প্রতিনিধি
১০ বছরে ৫৯ হাজার হিন্দু বাংলাদেশ ছেড়ে ভারতে গেছে: বিশ্ব হিন্দু ফেডারেশন

বাংলাদেশে নির্যাতন-নিপীড়নের শিকার হয়ে গত ১০ বছরে ৫৯ হাজার হিন্দু ভারতে গেছে বলে জানিয়েছে বিশ্ব হিন্দু ফেডারেশন। হিন্দুদের ৩০ লাখ একর জমি বেদখল হয়ে আছে। এসব জমি উদ্ধারে মামলাও করতে পারছে না। 

আজ শুক্রবার সকালে রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে বিশ্ব হিন্দু ফেডারেশনের রাঙামাটি জেলা কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন হিন্দু নেতারা। 

সংবাদ সম্মেলনে হিন্দু ফেডারেশনের নেতারা বলেন, হিন্দু মা-বোনেরা ধর্ষণ খুন অপহরণ ও শ্লীলতাহানির শিকার হচ্ছে। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে মন্দির বাড়িঘর। ব্যবসা প্রতিষ্ঠান দখল লুটপাট ও ভাঙচুর চালানো হচ্ছে। এসব এখনো অব্যাহত আছে। তাঁরা কোনো দিন রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয় না। কিন্তু তাঁরা অধিকার থেকে বঞ্চিত। 

তাঁদের ধর্মীয় অনুষ্ঠান নিরাপদে পালন করতে পারছেন না। কোনো সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করলে তারা নিরাপত্তাহীনতায় ভোগেন। সম্প্রতি যে দুর্গাপূজা হচ্ছে বিভিন্ন এলাকায় প্রতিমা ভাঙচুর করার খবর পাচ্ছি। প্রতি বছর এ খবর আমরা পাই। হিন্দুদের ঐক্যবদ্ধ রাখতে এ বিশ্ব হিন্দু ফেডারেশন কাজ করবে বলেন হিন্দু নেতারা। 

হিন্দু নেতারা বলেন, দেশের অন্যান্য এলাকা থেকে পার্বত্য চট্টগ্রামের একটু শান্তিতে বসবাস করে। তবে এখানেও তাঁরা অধিকার বঞ্চিত। পার্বত্য চুক্তিতে হিন্দুদের অধিকারের কথা বলা হয়নি। বর্তমানে রাঙামাটি জেলা পরিষদের যে হিন্দুকে সদস্য করা হয়েছে তিনি শয্যাশায়ী। তিনি হিন্দুদের অধিকার বিষয়ে কোনো কিছু করতে পারছে না। 

সংবাদ সম্মেলনে বিশ্ব হিন্দু ফেডারেশনের রাঙামাটির আহ্বায়ক করা হয় অমর কুমার দে ও এবং সদস্যসচিব নির্বাচিত করা হয় স্বপন কুমার দে কে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, হিন্দু মহা ঐক্য জোট রাঙামাটি সদস্য সুজিত ভট্টাচার্য, কেন্দ্রীয় সদস্য কাজল কান্তি দাশ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজন কুমার দে, চট্টগ্রাম বিভাগ সাংগঠনিক সম্পাদক রাজিব দাশ সুবল, সদস্য বিত্ত বায় চৌধুরী, সদস্য বিজয় দাশ, সদস্য টিপু দেবনাথ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত