রাঙামাটি প্রতিনিধি
বাংলাদেশে নির্যাতন-নিপীড়নের শিকার হয়ে গত ১০ বছরে ৫৯ হাজার হিন্দু ভারতে গেছে বলে জানিয়েছে বিশ্ব হিন্দু ফেডারেশন। হিন্দুদের ৩০ লাখ একর জমি বেদখল হয়ে আছে। এসব জমি উদ্ধারে মামলাও করতে পারছে না।
আজ শুক্রবার সকালে রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে বিশ্ব হিন্দু ফেডারেশনের রাঙামাটি জেলা কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন হিন্দু নেতারা।
সংবাদ সম্মেলনে হিন্দু ফেডারেশনের নেতারা বলেন, হিন্দু মা-বোনেরা ধর্ষণ খুন অপহরণ ও শ্লীলতাহানির শিকার হচ্ছে। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে মন্দির বাড়িঘর। ব্যবসা প্রতিষ্ঠান দখল লুটপাট ও ভাঙচুর চালানো হচ্ছে। এসব এখনো অব্যাহত আছে। তাঁরা কোনো দিন রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয় না। কিন্তু তাঁরা অধিকার থেকে বঞ্চিত।
তাঁদের ধর্মীয় অনুষ্ঠান নিরাপদে পালন করতে পারছেন না। কোনো সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করলে তারা নিরাপত্তাহীনতায় ভোগেন। সম্প্রতি যে দুর্গাপূজা হচ্ছে বিভিন্ন এলাকায় প্রতিমা ভাঙচুর করার খবর পাচ্ছি। প্রতি বছর এ খবর আমরা পাই। হিন্দুদের ঐক্যবদ্ধ রাখতে এ বিশ্ব হিন্দু ফেডারেশন কাজ করবে বলেন হিন্দু নেতারা।
হিন্দু নেতারা বলেন, দেশের অন্যান্য এলাকা থেকে পার্বত্য চট্টগ্রামের একটু শান্তিতে বসবাস করে। তবে এখানেও তাঁরা অধিকার বঞ্চিত। পার্বত্য চুক্তিতে হিন্দুদের অধিকারের কথা বলা হয়নি। বর্তমানে রাঙামাটি জেলা পরিষদের যে হিন্দুকে সদস্য করা হয়েছে তিনি শয্যাশায়ী। তিনি হিন্দুদের অধিকার বিষয়ে কোনো কিছু করতে পারছে না।
সংবাদ সম্মেলনে বিশ্ব হিন্দু ফেডারেশনের রাঙামাটির আহ্বায়ক করা হয় অমর কুমার দে ও এবং সদস্যসচিব নির্বাচিত করা হয় স্বপন কুমার দে কে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, হিন্দু মহা ঐক্য জোট রাঙামাটি সদস্য সুজিত ভট্টাচার্য, কেন্দ্রীয় সদস্য কাজল কান্তি দাশ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজন কুমার দে, চট্টগ্রাম বিভাগ সাংগঠনিক সম্পাদক রাজিব দাশ সুবল, সদস্য বিত্ত বায় চৌধুরী, সদস্য বিজয় দাশ, সদস্য টিপু দেবনাথ প্রমুখ।
বাংলাদেশে নির্যাতন-নিপীড়নের শিকার হয়ে গত ১০ বছরে ৫৯ হাজার হিন্দু ভারতে গেছে বলে জানিয়েছে বিশ্ব হিন্দু ফেডারেশন। হিন্দুদের ৩০ লাখ একর জমি বেদখল হয়ে আছে। এসব জমি উদ্ধারে মামলাও করতে পারছে না।
আজ শুক্রবার সকালে রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে বিশ্ব হিন্দু ফেডারেশনের রাঙামাটি জেলা কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন হিন্দু নেতারা।
সংবাদ সম্মেলনে হিন্দু ফেডারেশনের নেতারা বলেন, হিন্দু মা-বোনেরা ধর্ষণ খুন অপহরণ ও শ্লীলতাহানির শিকার হচ্ছে। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে মন্দির বাড়িঘর। ব্যবসা প্রতিষ্ঠান দখল লুটপাট ও ভাঙচুর চালানো হচ্ছে। এসব এখনো অব্যাহত আছে। তাঁরা কোনো দিন রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয় না। কিন্তু তাঁরা অধিকার থেকে বঞ্চিত।
তাঁদের ধর্মীয় অনুষ্ঠান নিরাপদে পালন করতে পারছেন না। কোনো সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করলে তারা নিরাপত্তাহীনতায় ভোগেন। সম্প্রতি যে দুর্গাপূজা হচ্ছে বিভিন্ন এলাকায় প্রতিমা ভাঙচুর করার খবর পাচ্ছি। প্রতি বছর এ খবর আমরা পাই। হিন্দুদের ঐক্যবদ্ধ রাখতে এ বিশ্ব হিন্দু ফেডারেশন কাজ করবে বলেন হিন্দু নেতারা।
হিন্দু নেতারা বলেন, দেশের অন্যান্য এলাকা থেকে পার্বত্য চট্টগ্রামের একটু শান্তিতে বসবাস করে। তবে এখানেও তাঁরা অধিকার বঞ্চিত। পার্বত্য চুক্তিতে হিন্দুদের অধিকারের কথা বলা হয়নি। বর্তমানে রাঙামাটি জেলা পরিষদের যে হিন্দুকে সদস্য করা হয়েছে তিনি শয্যাশায়ী। তিনি হিন্দুদের অধিকার বিষয়ে কোনো কিছু করতে পারছে না।
সংবাদ সম্মেলনে বিশ্ব হিন্দু ফেডারেশনের রাঙামাটির আহ্বায়ক করা হয় অমর কুমার দে ও এবং সদস্যসচিব নির্বাচিত করা হয় স্বপন কুমার দে কে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, হিন্দু মহা ঐক্য জোট রাঙামাটি সদস্য সুজিত ভট্টাচার্য, কেন্দ্রীয় সদস্য কাজল কান্তি দাশ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজন কুমার দে, চট্টগ্রাম বিভাগ সাংগঠনিক সম্পাদক রাজিব দাশ সুবল, সদস্য বিত্ত বায় চৌধুরী, সদস্য বিজয় দাশ, সদস্য টিপু দেবনাথ প্রমুখ।
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
৩ মিনিট আগেমাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৮ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৮ ঘণ্টা আগে