Ajker Patrika

বিশ্বের তিনটি মর্যাদাসম্পন্ন স্কলারশিপ অর্জন চবি শিক্ষকের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ১২: ০৯
বিশ্বের তিনটি মর্যাদাসম্পন্ন স্কলারশিপ অর্জন চবি শিক্ষকের

বিশ্বের তিনটি মর্যাদাসম্পন্ন স্কলারশিপ অর্জন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাত হোসেন। স্কলারশিপগুলো হলো ব্রিটিশ সরকারের কমনওয়েলথ, ইউরোপিয়ান ইউনিয়নের ইরাসমুস মুন্ডুস এবং মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের ফুলব্রাইট। 

শাহাদাত হোসেন ২০০৯ সালে কমনওয়েলথ স্কলারশিপ অর্জন করেন। পরে ২০১১ ও ২০১৩ সালে ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ অর্জন করেন। সবশেষ ২০২২ সালে বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনের অগ্রগতিতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন ফুলব্রাইট স্কলারশিপ অর্জন করেন। তা ছাড়া যুক্তরাষ্ট্রের স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং ডেটাবেইস অনুযায়ী বিশ্বের সবচেয়ে প্রসিদ্ধ ও প্রভাবশালী বিজ্ঞানীদের তালিকায়ও তিনি গত বছর স্থান পেয়েছেন।

এর আগে তিনি এলপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স-২০২১-এ প্রকাশিত বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছিলেন। ড. শাহাদাত হোসেনের আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে প্রকাশিত দুই শতাধিক গবেষণা প্রবন্ধ রয়েছে। অসংখ্য জনপ্রিয় বইয়ের মুখবন্ধও লিখেছেন তিনি। তা ছাড়া ইউরোপের বিভিন্ন বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ে তিনি অতিথি শিক্ষক হিসেবে বর্তমানে অধ্যাপনা করছেন।

ফুলব্রাইট স্কলার হিসেবে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত ইউনিভার্সিটি অব টেক্সাসে ভিজিটিং প্রফেসর হিসেবে অধ্যাপনা করবেন। তাঁর এই অনন্য অর্জনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকসহ সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ইউজিসি আয়োজিত মুজিব শতবর্ষ আইডিয়া প্রতিযোগিতার চেয়ার হিসেবেও সাম্প্রতিক সময়ে তিনি দায়িত্ব পালন করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত