Ajker Patrika

নোয়াখালীর বেগমগঞ্জে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা  

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ১০ জুন ২০২৩, ১০: ৩৬
Thumbnail image

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নে দুলাল চন্দ্র দাস (৫৫) নামের এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাতে মাছের প্রজেক্ট পাহারা দেওয়ার সময় তাঁকে হত্যা করা হয়েছে। আজ শনিবার সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ রাজগঞ্জ ইউনিয়নের টঙ্গীণ পাড় গ্রাম থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি।

নিহত দুলাল চন্দ্র দাস টঙ্গীণ পাড় গ্রামের হরলাল চন্দ্র দাসের ছেলে।

নিহতের ভাই প্রাণ দাস বলেন, ‘বাবা-দাদার আমল থেকে আমাদের মাছের ব্যবসা। সেই সুবাদে মাছের ব্যবসা করে জীবিকা নির্বাহ করি। বাড়ির পাশে আমাদের মাছের কয়েকটি প্রজেক্ট রয়েছে। প্রতিদিনের মতো গতকাল শুক্রবার রাতে খাওয়া শেষ করে মাছ পাহারা দিতে পুকুরপাড়ে গিয়ে একটি চেয়ার নিয়ে বসেন ভাই দুলাল চন্দ্র দাস। শনিবার ভোর ৪টার দিকে পুকুরপাড়ে চেয়ারে বসা দুলালের রক্তাক্ত দেহ দেখেন চাচাতো ভাই রতন চন্দ্র দাস। 

প্রাণ দাস আরও বলেন, ‘দাদার কোনো শত্রু আছে বলে আমাদের জানা নেই। কে বা কারা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা কেউ বুঝতে পারছে না।’

ওসি মীর জাহেদুল হক রনি বলেন, ‘খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রাতের অন্ধকারে চেয়ারে বসা অবস্থায় তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত