Ajker Patrika

কুমিল্লায় গাঁজাসহ দুই ভাই গ্রেপ্তার 

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০৪ মার্চ ২০২৩, ১২: ৪১
কুমিল্লায় গাঁজাসহ দুই ভাই গ্রেপ্তার 

কুমিল্লা আদর্শ সদর উপজেলার কোটেশ্বর এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ আপন দুই ভাইকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শনিবার ভোরে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার দুজন হলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার ধর্মপুর গ্রামের মঞ্জুর আলীর ছেলে মো. মোবারক (২১) ও মো. মোজাম্মেল (২৪)। 

র্যাব-১১ সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোটেশ্বর এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত