সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে ৪ যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গতকাল রোববার সকালে উপজেলার চরবাটা ইউনিয়নে সেন্টার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে ভ্রাম্যমাণ আদালত চার যুবককে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন।
সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্তদের বিষয়ে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, আটককৃতদের আজ সোমবার সকালে জেল হাজতে পাঠানো হবে।
সাজাপ্রাপ্তরা হলেন, চরজুবলী ইউনিয়নের চর মহিউদ্দিন গ্রামের ফখরুল ইসলামের ছেলে শাকিব (২৪), আবুল কাশেমের ছেলে মিরাজ (২৪), নুর ইসলামের ছেলে ছারওয়ার হোসেন (২৬) ও মোস্তফা সারেং এর ছেলে নুর উদ্দিন (২৫)। তাঁরা সবাই স্থানীয় সেন্টার বাজার বিএসবি ব্রিকসের শ্রমিক। এদের মধ্যে আবুল কাশেমের ছেলে মিরাজকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয় এবং বাকিদের তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
স্থানীয়রা বলছে, সকাল সাড়ে সাতটার দিকে ওই স্কুলছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার সময় বখাটেরা তাঁর ওড়না টেনে ইভটিজিংয়ের চেষ্টা করে। মেয়েটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে চার যুবককে আটক করে গণপিটুনি দিয়ে চর জব্বার থানায় সোপর্দ করে।
এ বিষয়ে চরজব্বার থানা-পুলিশের উপপরিদর্শক মো. সাগির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ৭টায় মেয়েটি প্রাইভেট পড়তে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। এরা ৪ জনই ইটভাটার শ্রমিক। তবে, অভিযুক্তদের দাবি তাঁরা ৪ জন একই মোটরসাইকেলযোগে যাওয়ার পথে মেয়েটির গায়ে ধাক্কা লাগে। কিন্তু ভুক্তভোগীর স্কুলছাত্রীর পরিবার দাবি করছে, তারা মেয়েটিকে উত্ত্যক্তে করার চেষ্টা করা হয়েছে।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে ৪ যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গতকাল রোববার সকালে উপজেলার চরবাটা ইউনিয়নে সেন্টার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে ভ্রাম্যমাণ আদালত চার যুবককে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন।
সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্তদের বিষয়ে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, আটককৃতদের আজ সোমবার সকালে জেল হাজতে পাঠানো হবে।
সাজাপ্রাপ্তরা হলেন, চরজুবলী ইউনিয়নের চর মহিউদ্দিন গ্রামের ফখরুল ইসলামের ছেলে শাকিব (২৪), আবুল কাশেমের ছেলে মিরাজ (২৪), নুর ইসলামের ছেলে ছারওয়ার হোসেন (২৬) ও মোস্তফা সারেং এর ছেলে নুর উদ্দিন (২৫)। তাঁরা সবাই স্থানীয় সেন্টার বাজার বিএসবি ব্রিকসের শ্রমিক। এদের মধ্যে আবুল কাশেমের ছেলে মিরাজকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয় এবং বাকিদের তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
স্থানীয়রা বলছে, সকাল সাড়ে সাতটার দিকে ওই স্কুলছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার সময় বখাটেরা তাঁর ওড়না টেনে ইভটিজিংয়ের চেষ্টা করে। মেয়েটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে চার যুবককে আটক করে গণপিটুনি দিয়ে চর জব্বার থানায় সোপর্দ করে।
এ বিষয়ে চরজব্বার থানা-পুলিশের উপপরিদর্শক মো. সাগির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ৭টায় মেয়েটি প্রাইভেট পড়তে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। এরা ৪ জনই ইটভাটার শ্রমিক। তবে, অভিযুক্তদের দাবি তাঁরা ৪ জন একই মোটরসাইকেলযোগে যাওয়ার পথে মেয়েটির গায়ে ধাক্কা লাগে। কিন্তু ভুক্তভোগীর স্কুলছাত্রীর পরিবার দাবি করছে, তারা মেয়েটিকে উত্ত্যক্তে করার চেষ্টা করা হয়েছে।
রাজশাহী মহানগরের ঘোড়ামারা এলাকায় রিকশায় যাওয়ার সময় এক দোকান ব্যবস্থাপকের চোখে মরিচগুঁড়া ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার রিকশাচালক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি জানিয়েছেন, একটি চক্র এক মাস ধরে নজরদারি চালিয়ে তাঁকে দিয়ে ফাঁদ তৈরি করেছিল...
১ ঘণ্টা আগেবর্ষা আসছে। আশঙ্কা বাড়ছে বরিশাল মহানগরবাসীর। কেননা সংস্কারের জন্য এক ডজন সড়ক খুঁড়ে রাখা হয়েছে প্রায় এক বছর। সেসব সড়কে এমনিতেই চলা দায়, বর্ষার আগে সংস্কার না হলে দুর্ভোগ কয়েক গুণ বাড়বে বলে অভিযোগ বাসিন্দাদের। এ জন্য আন্দোলনও করছেন ভুক্তভোগীরা।
১ ঘণ্টা আগেবগুড়ার গাবতলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ওরফে ডিও আলমকে (৫১) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শুক্রবার নেত্রকোনার মদন উপজেলার বারোটি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেউন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে লিবিয়া হয়ে ইতালি নেওয়ার প্রলোভন দেখানো হয় মাদারীপুর সদরের মধ্য হাউসদী এলাকার তিন তরুণকে। ছয় মাস আগে ইতালির উদ্দেশে বাড়ি ছাড়েন তাঁরা। লিবিয়ায় পৌঁছানোর পর প্রথম কিছুদিন পরিবারের সঙ্গে যোগাযোগ থাকলেও গত দুই মাস কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তাঁদের।
২ ঘণ্টা আগে