Ajker Patrika

গজারিয়ায় বিএনপির ইউনিয়ন কমিটি গঠন নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

মুন্সিগঞ্জ প্রতিনিধি
বিএনপি নেতাদের সড়ক অবরোধ।  ছবি: আজকের পত্রিকা
বিএনপি নেতাদের সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বিএনপির সদ্য ঘোষিত চারটি ইউনিয়ন কমিটি বাতিলের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। এ সময় সদ্য ঘোষিত উপজেলার বাউশিয়া, গজারিয়া, টেংগারচর ও বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির কমিটির নেতাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আনা হয়েছে। তা ছাড়া, গঠিত কমিটি ভেঙে দিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। এ সময় তাঁরা উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ ও সদস্যসচিব আব্দুর রহমান শফিককে গজারিয়া উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করেন।

আজ শনিবার (২৬ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সিগঞ্জের গজারিয়া অংশের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন বিএনপি নেতা-কর্মীরা। প্রথমে মোহাম্মদ আলী প্রধান প্লাজার সামনে বিক্ষোভ সমাবেশ হয় এবং পরে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।

আন্দোলনকারীদের অবরোধের মুখে মহাসড়কে প্রায় ৪০ মিনিট যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের অনুরোধে বিকেল ৫টার দিকে অবরোধকারীরা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম ভিপি মাসুম, মুন্সিগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু, গজারিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসহাক আলী, গজারিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইদুর রহমান সাঈদ, উপজেলা যুবদলের সদস্যসচিব নাজির আহমেদ সিকদার প্রমুখ।

গজারিয়া উপজেলা যুবদলের সদস্যসচিব নাজির আহমেদ সিকদার বলেন, ‘গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব টাকার কাছে বিক্রি হয়ে গেছেন। টাকা খেয়ে তাঁরা অযোগ্য এবং আওয়ামী লীগের লোকদের দিয়ে কমিটি দিয়েছেন। পাশাপাশি একজন সিনিয়র নেতা বালুমহালের নামে অবৈধভাবে মানুষের জমি কেটে বিএনপির মানসম্মান নষ্ট করছেন। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা মানছেন না তিনি। আমরা উপজেলার সব বিএনপি নেতা-কর্মী একজোট হয়ে এই তিনজনকে অবাঞ্ছিত ঘোষণা করছি।’

এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘বিএনপি নেতা-কর্মীদের অবরোধের কারণে কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। আমরা তাঁদের মহাসড়ক থেকে নামিয়ে দিয়েছি, এখন যান চলাচল স্বাভাবিক, কোনো ঝামেলা নেই।’

উল্লেখ্য, ২৪ জুলাই সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গজারিয়া উপজেলা বিএনপির অন্তর্গত বাউশিয়া, গজারিয়া, টেংগারচর ও বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, চলতি মাসের ১৫ তারিখ কমিটি অনুমোদন করা হয়েছে।

গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ ও সদস্যসচিব আব্দুর রহমান শফিক কমিটিগুলো অনুমোদন করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত