উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
দ্রুত প্রত্যাবাসনের মাধ্যমে নিজ ঘরে ফেরার দাবিসহ সাত দফা দাবিতে ‘চলো চলো আরাকানে চলো’ ক্যাম্পেইন শুরু করেছে কক্সবাজারের ক্যাম্পগুলোতে বসবাসরত রোহিঙ্গারা। ক্যাম্পেইনের অংশ হিসেবে আজ রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পে অনুষ্ঠিত হয়েছে পৃথক সমাবেশ। সেখানে সমবেত হয় বিপুলসংখ্যক রোহিঙ্গা। এসব সমাবেশ থেকে বাড়ি ফিরতে সাতটি দাবি উত্থাপন করে তারা।
উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প ১ ইস্টের একটি খেলার মাঠে আয়োজিত এক সমাবেশে রোহিঙ্গাদের পক্ষে বক্তব্য রাখেন প্রয়াত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর সংগঠন ‘আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিচ অ্যান্ড হিউম্যান রাইটসের’ সদস্য ডাক্তার জুবায়ের ও মাস্টার কামাল, রোহিঙ্গা অধিকারকর্মী মাস্টার ইউসুফ ও নুরুল আমিন।
বক্তব্যে রোহিঙ্গা নেতা ডাক্তার জুবায়ের বলেন, রোহিঙ্গারা আর এক মুহূর্তও বাংলাদেশে থাকতে চায় না। যেকোনো উপায়ে দ্রুত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন করতে হবে। মিয়ানমারে অন্যান্য জাতির জন্য যেসব সুযোগ-সুবিধা ও নিয়মকানুন রয়েছে, সেগুলো রোহিঙ্গাদেরও দিতে হবে।
সমাবেশে সাত দফা দাবি উত্থাপন করেন মাস্টার নুরুল আমিন। দাবিগুলো হলো—দ্রুত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন, ১৯৮২ সালের নাগরিকত্ব আইন বাতিল করতে হবে, দ্রুত রোহিঙ্গাদের নিজ নিজ গ্রামে পুনরায় প্রত্যাবাসন করা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা, নির্দিষ্ট সময়ে প্রত্যাবাসন প্রক্রিয়া কার্যকর করা, রাখাইন রাজ্যে আইডিপি ক্যাম্প বন্ধ করা এবং তাদের নিজ গ্রামে ফিরিয়ে দেওয়া, মিয়ানমারে নিরপরাধ মানুষের ওপর অত্যাচার বন্ধ করতে হবে।
লম্বাশিয়া ক্যাম্প ১ ইস্ট ছাড়াও মোচরা ক্যাম্প ৪, বালুখালী ৯, জামতলী ক্যাম্প ১৫ ও জাদিমুরা ক্যাম্প ২৭সহ ১০টি ক্যাম্পে পৃথক পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীর ব্যানারে এই আয়োজন করা হয়। অনলাইনে প্রচারণার মাধ্যমে বিশ্ববাসীর কাছে তাঁরা এই আহ্বান অব্যাহত রাখবে বলে সমাবেশে জানানো হয়।
১৪ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক সমাবেশের বিষয়টি নিশ্চিত করে বলেন, রোহিঙ্গারা সীমিত সময়ের জন্য তাদের নিজ দেশে ফেরার দাবিতে সমাবেশ করেছে। ক্যাম্পের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এপিবিএনের চলমান তৎপরতা অব্যাহত আছে।
প্রসঙ্গত, ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর দুর্বৃত্তের গুলিতে নিহত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ একই দাবিতে ২০১৯ সালের ২৫ আগস্ট অনুষ্ঠিত মহাসমাবেশের নেতৃত্বে ছিলেন।
দ্রুত প্রত্যাবাসনের মাধ্যমে নিজ ঘরে ফেরার দাবিসহ সাত দফা দাবিতে ‘চলো চলো আরাকানে চলো’ ক্যাম্পেইন শুরু করেছে কক্সবাজারের ক্যাম্পগুলোতে বসবাসরত রোহিঙ্গারা। ক্যাম্পেইনের অংশ হিসেবে আজ রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পে অনুষ্ঠিত হয়েছে পৃথক সমাবেশ। সেখানে সমবেত হয় বিপুলসংখ্যক রোহিঙ্গা। এসব সমাবেশ থেকে বাড়ি ফিরতে সাতটি দাবি উত্থাপন করে তারা।
উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প ১ ইস্টের একটি খেলার মাঠে আয়োজিত এক সমাবেশে রোহিঙ্গাদের পক্ষে বক্তব্য রাখেন প্রয়াত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর সংগঠন ‘আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিচ অ্যান্ড হিউম্যান রাইটসের’ সদস্য ডাক্তার জুবায়ের ও মাস্টার কামাল, রোহিঙ্গা অধিকারকর্মী মাস্টার ইউসুফ ও নুরুল আমিন।
বক্তব্যে রোহিঙ্গা নেতা ডাক্তার জুবায়ের বলেন, রোহিঙ্গারা আর এক মুহূর্তও বাংলাদেশে থাকতে চায় না। যেকোনো উপায়ে দ্রুত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন করতে হবে। মিয়ানমারে অন্যান্য জাতির জন্য যেসব সুযোগ-সুবিধা ও নিয়মকানুন রয়েছে, সেগুলো রোহিঙ্গাদেরও দিতে হবে।
সমাবেশে সাত দফা দাবি উত্থাপন করেন মাস্টার নুরুল আমিন। দাবিগুলো হলো—দ্রুত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন, ১৯৮২ সালের নাগরিকত্ব আইন বাতিল করতে হবে, দ্রুত রোহিঙ্গাদের নিজ নিজ গ্রামে পুনরায় প্রত্যাবাসন করা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা, নির্দিষ্ট সময়ে প্রত্যাবাসন প্রক্রিয়া কার্যকর করা, রাখাইন রাজ্যে আইডিপি ক্যাম্প বন্ধ করা এবং তাদের নিজ গ্রামে ফিরিয়ে দেওয়া, মিয়ানমারে নিরপরাধ মানুষের ওপর অত্যাচার বন্ধ করতে হবে।
লম্বাশিয়া ক্যাম্প ১ ইস্ট ছাড়াও মোচরা ক্যাম্প ৪, বালুখালী ৯, জামতলী ক্যাম্প ১৫ ও জাদিমুরা ক্যাম্প ২৭সহ ১০টি ক্যাম্পে পৃথক পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীর ব্যানারে এই আয়োজন করা হয়। অনলাইনে প্রচারণার মাধ্যমে বিশ্ববাসীর কাছে তাঁরা এই আহ্বান অব্যাহত রাখবে বলে সমাবেশে জানানো হয়।
১৪ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক সমাবেশের বিষয়টি নিশ্চিত করে বলেন, রোহিঙ্গারা সীমিত সময়ের জন্য তাদের নিজ দেশে ফেরার দাবিতে সমাবেশ করেছে। ক্যাম্পের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এপিবিএনের চলমান তৎপরতা অব্যাহত আছে।
প্রসঙ্গত, ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর দুর্বৃত্তের গুলিতে নিহত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ একই দাবিতে ২০১৯ সালের ২৫ আগস্ট অনুষ্ঠিত মহাসমাবেশের নেতৃত্বে ছিলেন।
রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনটির কাঠামোই দৃশ্যত সোমবারের বিপর্যয়কে এতটা প্রাণঘাতী করে তুলেছে। সরেজমিন ঘুরে এবং ভুক্তভোগী অভিভাবকদের সঙ্গে কথা বলে এমন ধারণাই পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেঝালকাঠি শহরের কিফাইতনগর এলাকায় দেড় কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত আরসিসি সড়ক উদ্বোধনের মাত্র দুই মাসের মাথায় ধসে পড়েছে। খালের পাড়ঘেঁষা গাইড ওয়াল ভেঙে পড়ায় সড়কের একটি বড় অংশ এখন কার্যত শূন্যে ঝুলছে। ভারী যানবাহন চলাচলের ফলে পুরো রাস্তা ধসে পড়তে পারে, এমন আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
২ ঘণ্টা আগেস্বপ্নের দেশ ইতালি। সেখানে গিয়ে নিজেরসহ পরিবারের সব স্বপ্ন পূরণ করবেন। এই আশায় লিবিয়া হয়ে অবৈধভাবে ইউরোপের দেশটিতে যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ আছেন মাদারীপুরের রাজৈরের ১৪ যুবক। পাঁচ মাস ধরে তাঁদের কোনো খোঁজ পাচ্ছেন না স্বজনেরা।
২ ঘণ্টা আগেবাবার কপালে চুমু দিয়ে স্কুলে গিয়েছিল সারিয়া আক্তার। আর মাকে সালাম করে বিদায় নিয়েছিল জুনায়েত হাসান। হাসিমুখে স্কুলে যাওয়া এই দুই শিশু দিনশেষে ঘরে ফেরে লাশ হয়ে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ‘সেকশন ক্লাউডের’ শিক্ষার্থী ছিল তারা। বাংলা মাধ্যমের তৃতীয় শ্রেণিতে পড়ত এই দুই ভ
২ ঘণ্টা আগে