Ajker Patrika

পতেঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
পতেঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পতেঙ্গার আউটার রিং রোডের খেজুর তলা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন, মোটরসাইকেল চালক কাজী আহমেদ আল ইমতিয়াজ (২০) ও পথচারী সোলেমান গণি (২৮)। নিহতদের মধ্যে সোলেমান গণির বাড়ি লালমনিরহাট জেলার হাতিবান্দা এলাকায়। নগরীতে তিনি পোশাক শ্রমিক হিসেবে কাজ করতেন। অন্যদিকে মোটরসাইকেল চালক ইমতিয়াজ শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি ফেনী জেলার ফুলগাজীতে। 

এ সম্পর্কে জানতে চাইলে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন আজকের পত্রিকাকে বলেন, মোটরসাইকেলটি আউটার রিং হয়ে পতেঙ্গায় যাচ্ছিল। দ্রুত গতিতে যাওয়ার সময় খেজুর তলা এলাকায় গেলে পথচারী গণিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি উল্টে গিয়ে মোটরসাইকেল চালক ইমতিয়াজ ও পথচারী সোলেমান গনি গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে প্রথমে মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তাঁরা মারা যান। একই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তবে তাদের অবস্থা গুরুতর নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত