বুড়িচং ও কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার বুড়িচং উপজেলায় সৌদিপ্রবাসীর স্ত্রী ফেরদৌসী বেগমকে খুন করতে আনোয়ার নামের এক যুবকের সঙ্গে দুই লাখ টাকায় চুক্তি করেছিলেন জা নুরজাহান বেগম। পরে হত্যার এই মিশনে অংশ নেন রুবেল ও জিল্লু নামের আরও দুই যুবক। ফেরদৌসী বেগমের সঙ্গে তাঁর জা নুরজাহান বেগমের জমি নিয়ে বিরোধ চলছিল। আদালতে আসামির স্বীকারোক্তির বরাতে আজ বুধবার (২ জুলাই) দুপুরে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক এসব কথা জানান।
গতকাল মঙ্গলবার রাজাপুর ইউনিয়নের দক্ষিণগ্রামের সৌদিপ্রবাসী শামসুল হক আলমের স্ত্রী ফেরদৌসী বেগমের লাশ একটি সেপটিক ট্যাংকে পাওয়া যায়। এ ঘটনায় গতকাল গ্রেপ্তার হন ফেরদৌসী বেগমের জা নুরজাহান বেগম (৫০), আনোয়ার হোসেন (৩০), রুবেল আহমেদ মিন্টু (৩১) ও মোহাম্মদ মাইনুদ্দিন জিল্লু (২৭)। আজ আদালতে তাঁদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে বলে জানান ওসি আজিজুল হক।
আদালতে আসামির স্বীকারোক্তির বরাতে ওসি আজিজুল হক জানান, ফেরদৌসী বেগম ও তাঁর জা নুরজাহান বেগমের মধ্যে বাড়ির পাশের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসা না হওয়ায় নুরজাহান তাঁর দেবরপত্নিকে হত্যার পরিকল্পনা করেন এবং আনোয়ার নামের এক যুবকের সঙ্গে দুই লাখ টাকার বিনিময়ে চুক্তি করেন। পরে এই হত্যায় অংশ নেন রুবেল ও জিল্লু। গত শুক্রবার (২৭ জুন) সকালে নির্জন একটি বাগানে ফেরদৌসী বেগমকে হত্যা করে তাঁর লাশ বস্তাবন্দী করে একটি সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়। গতকাল সকাল ৮টায় স্থানীয় বাসিন্দারা বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে একটি সেপটিক ট্যাংকে বস্তাবন্দী লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এ ঘটনায় নিহত ফেরদৌসীর ছেলে ইকরামুল হাসান থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পরপরই পুলিশ প্রথমে নুরজাহানকে আটক করে এবং তাঁর জবানবন্দিতে অন্য তিন আসামির নাম উঠে আসে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে সবাইকে গ্রেপ্তার করে। আসামিদের কাছ থেকে নিহত ফেরদৌসীর কানের দুল ও গলার চেইন উদ্ধার করেছে পুলিশ। আজ গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হলে তাঁরা হত্যাকাণ্ডে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে জবানবন্দি দেন। পরে আদালতের নির্দেশে তাঁদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
কুমিল্লার বুড়িচং উপজেলায় সৌদিপ্রবাসীর স্ত্রী ফেরদৌসী বেগমকে খুন করতে আনোয়ার নামের এক যুবকের সঙ্গে দুই লাখ টাকায় চুক্তি করেছিলেন জা নুরজাহান বেগম। পরে হত্যার এই মিশনে অংশ নেন রুবেল ও জিল্লু নামের আরও দুই যুবক। ফেরদৌসী বেগমের সঙ্গে তাঁর জা নুরজাহান বেগমের জমি নিয়ে বিরোধ চলছিল। আদালতে আসামির স্বীকারোক্তির বরাতে আজ বুধবার (২ জুলাই) দুপুরে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক এসব কথা জানান।
গতকাল মঙ্গলবার রাজাপুর ইউনিয়নের দক্ষিণগ্রামের সৌদিপ্রবাসী শামসুল হক আলমের স্ত্রী ফেরদৌসী বেগমের লাশ একটি সেপটিক ট্যাংকে পাওয়া যায়। এ ঘটনায় গতকাল গ্রেপ্তার হন ফেরদৌসী বেগমের জা নুরজাহান বেগম (৫০), আনোয়ার হোসেন (৩০), রুবেল আহমেদ মিন্টু (৩১) ও মোহাম্মদ মাইনুদ্দিন জিল্লু (২৭)। আজ আদালতে তাঁদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে বলে জানান ওসি আজিজুল হক।
আদালতে আসামির স্বীকারোক্তির বরাতে ওসি আজিজুল হক জানান, ফেরদৌসী বেগম ও তাঁর জা নুরজাহান বেগমের মধ্যে বাড়ির পাশের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসা না হওয়ায় নুরজাহান তাঁর দেবরপত্নিকে হত্যার পরিকল্পনা করেন এবং আনোয়ার নামের এক যুবকের সঙ্গে দুই লাখ টাকার বিনিময়ে চুক্তি করেন। পরে এই হত্যায় অংশ নেন রুবেল ও জিল্লু। গত শুক্রবার (২৭ জুন) সকালে নির্জন একটি বাগানে ফেরদৌসী বেগমকে হত্যা করে তাঁর লাশ বস্তাবন্দী করে একটি সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়। গতকাল সকাল ৮টায় স্থানীয় বাসিন্দারা বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে একটি সেপটিক ট্যাংকে বস্তাবন্দী লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এ ঘটনায় নিহত ফেরদৌসীর ছেলে ইকরামুল হাসান থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পরপরই পুলিশ প্রথমে নুরজাহানকে আটক করে এবং তাঁর জবানবন্দিতে অন্য তিন আসামির নাম উঠে আসে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে সবাইকে গ্রেপ্তার করে। আসামিদের কাছ থেকে নিহত ফেরদৌসীর কানের দুল ও গলার চেইন উদ্ধার করেছে পুলিশ। আজ গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হলে তাঁরা হত্যাকাণ্ডে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে জবানবন্দি দেন। পরে আদালতের নির্দেশে তাঁদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে আজ বুধবার সকাল থেকেই উত্তপ্ত গোপালগঞ্জ। পুলিশের গাড়িতে হামলার পর অগ্নিসংযোগ, ইউএনওর গাড়িতে হামলা, এনসিপির সমাবেশ মঞ্চে ভাঙচুর এবং পরে পদযাত্রায় নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
১৪ মিনিট আগেগোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশের পর পদযাত্রায় হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরের পর এ ঘটনা ঘটে। পরে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ অবস্থায় গোপালগঞ্জ পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে আশ্রয় নেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।
১৫ মিনিট আগেকক্সবাজারে বন্ধুদের সঙ্গে সাগরে গোসল করতে নেমে রাইয়ান নূর আবু সামি (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১১টার দিকে সৈকতের কবিতা চত্ত্বর পয়েন্টে এ ঘটনা ঘটেছে। সি-সেফ লাইফগার্ডের সুপারভাইজার ওসমান গনি এ তথ্য নিশ্চিত করেছেন।
৩৬ মিনিট আগেগোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
৪২ মিনিট আগে