Ajker Patrika

কাঁঠালিয়া নদীতে ট্রলার ডুবে একই পরিবারের ৩ জন নিহত, নিখোঁজ ১

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি 
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৭: ৪৫
কাঁঠালিয়া নদীতে ট্রলার ডুবে একই পরিবারের ৩ জন নিহত, নিখোঁজ ১

কুমিল্লা জেলার মেঘনা উপজেলায় কাঁঠালিয়া নদীতে ট্রলার ডুবে একই পরিবারের তিন জনের প্রাণহানি ঘটেছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছেন।

নিহতরা হলেন, জেলার তিতাস উপজেলার রায়পুর গ্রামের আব্দুল মতিন মিয়ার স্ত্রী জুলেখা আক্তার (৫৫), তাঁর মেয়ের ঘরের নাতনি আয়েশা আক্তার (১২) এবং মরিয়ম আক্তার (৭)। নিখোঁজ রয়েছে তামান্না আক্তার (৫)। 

জানা যায়, ট্রলারটিতে একই পরিবারের ১৪ জন যাত্রী ছিল। ট্রলার ডুবে যাওয়ার খবর পেয়ে পুরান বাটেরা গ্রামের লোকজন ঘটনাস্থলে গিয়ে নারী-পুরুষ ও শিশুসহ ১৩ জনকে উদ্ধার করে। তাদের দাউদকান্দি এলহাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। নিখোঁজ ও নিহতরা সবাই ঢাকার ডেমরা থানার সুকুরসী এলাকায় বসবাস করতেন। মামার বাড়ি তিতাস উপজেলার মোহনপুর গ্রামে যাওয়ার পথে এ দুর্ঘটনার ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী একটি ট্রলার দাউদকান্দি থেকে তিতাস উপজেলার মোহনপুর গ্রামের উদ্দেশে যাচ্ছিল। দুপুর সাড়ে ১২টায় মেঘনা উপজেলার পুরান বাটেরা সংলগ্ন কাঁঠালিয়া নদীতে পৌঁছানোর পর আকস্মিক ট্রলারটি ডুবে যায়।

নিহত ও নিখোঁজের তথ্য চালিভাঙ্গা নৌ পুলিশ পরিদর্শক মো. রফিক নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত