Ajker Patrika

চট্টগ্রাম নগর আ.লীগের সম্মেলন ৩১ জুলাই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৭ জুন ২০২৩, ১৯: ৩৩
চট্টগ্রাম নগর আ.লীগের সম্মেলন ৩১ জুলাই

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আগামী ৩১ জুলাই তারিখ নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার নগরীর থিয়েটার ইনস্টিটিউটে মহানগর আওয়ামী লীগের এক সভায় এই সিদ্ধান্ত হয়। নগরীর কিং অব চিটাগাং কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। 

সভায় মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরীকে সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনকে সদস্যসচিব নির্বাচিত করা হয়। 

আ জ ম নাছির উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘পবিত্র ঈদুল আজহার পর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কয়েকটি ইউনিট, ওয়ার্ড ও থানা কমিটির সম্মেলন এখনো হয়নি, তা নগর সম্মেলনের আগেই সম্পন্ন করা হবে। ইতিমধ্যে ওইসব স্থানের নেতাদের সঙ্গে আলোচনা করে সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া আরও কয়েকটি থানার সাংগঠনিক কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘আগামী ৫ জুলাই মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় সম্মেলনকে প্রাণবন্ত ও সফল করতে কয়েকটি উপকমিটি গঠন করা হবে। সম্মেলন সফল করার লক্ষ্যে যাবতীয় কার্যক্রম চূড়ান্ত ও দলীয় নেতা-কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।’ 

সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দীন চৌধুরী, অ্যাডভোকেট সুনীল কুমার সরকার, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, এম জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, সম্পাদকমণ্ডলীর সদস্য আবদুচ সালাম, সংসদ সদস্য নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, হাসান মাহমুদ শমসের প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত