Ajker Patrika

লক্ষ্মীপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত

লক্ষ্মীপুরের কমলনগরে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে আবদুল মান্নান (৪৩) নামের এক স্কুলশিক্ষক নিহত ও তাঁর স্ত্রী আহত হয়েছেন। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে লক্ষ্মীপুর-রামগতি সড়কের চরজাঙ্গালীয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল মান্নান উত্তর চরকালকিনি কে আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি কমলনগর উপজেলার নাসিরগঞ্জ এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আবদুল মান্নানের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর স্ত্রীকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি জানান, আজ বিকেল সাড়ে ৪টার দিকে স্কুলশিক্ষক আবদুল মান্নান তাঁর স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে হাজিরহাটের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি লক্ষ্মীপুর-রামগতি সড়কের চরজাঙ্গালীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্কুলশিক্ষক আবদুল মান্নান ঘটনাস্থলে নিহত ও তাঁর স্ত্রী গুরুতর আহত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত